ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বিনোদন সাপ্তাহিক ‘দিন বদল’-এর আত্মপ্রকাশ

পাভেল রহমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১১

দেশের বিনোদন জগতে আরেকটি নতুন সংযোজন সাপ্তাহিক ‘দিন বদল’ । বিনোদনের সব খবর পাঠকের কাছে পৌছে দিতে গত ১৯ সেপ্টেম্বর থেকে প্রকাশিত হচ্ছে বিনোদন সাপ্তাহিক ‘দিন বদল’।

জাপান বাংলাদেশ যৌথ উদ্যোগে প্রকাশিত হচ্ছে এই ম্যাগাজিনটি।

রাজধানীর লা-ভিঞ্চি হোটেলে গত ১৯ সেপ্টেম্বর ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করেন জাপানের ইয়ায়ই গ্লোবাল কোম্পানি লিমিটেড এর পরিচালক ইয়োকিয়াশী কিমুরা এবং সাপ্তাহিক ‘দিন বদল’-এর সম্পাদক মাসুদ-উর-রশিদ, নির্বাহী সম্পাদক সৈয়দ নূর-ই-আলম। বক্তারা বলেন, পাঠকদের বাংলাদেশ ও গ্লামারওয়ার্ল্ডের খবরাখবর সঠিক সময়ে পৌছে দেওয়ার অঙ্গীকার নিয়ে ম্যাগাজিনটি প্রকাশিত হয়েছে। জাতীয় জীবনের কল্যানে বেশ কিছু বিষয় ভিত্তিক বিভাগ নিয়ে দেশের বিনোদন জগতকে বেগবান করার প্রত্যয়ে এগিয়ে যাবে ‘দিন বদল’।

বাংলাদেশ সময় ২০৩৫, সেপ্টেম্বর ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।