ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

৬৩তম এমি জিতলো ‘মডার্ন ফ্যামিলি’ ছবি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১১

লস এঞ্জেলস: বিশ্বের অন্যতম সম্মানজনক চলচ্চিত্র পুরস্কার ‘এমি এ্যাওয়ার্ড’র ৬৩তম আসরে ‘মডার্ন ফ্যামিলি’ ছায়াছবিটি প্রথমস্থান দখল করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস শহরের নকিয়া থিয়েটার সেন্টারে রোববার রাতে অনুষ্ঠিত এমি পুরস্কারের জমকালো এই অনুষ্ঠানে এ ঘোষণা করা হয়।

দ্য হলিউড রিপোর্টার্স এ খবর জানায়।

এ ছাড়া সেরা পার্শ¦ অভিনেত্রীর চরিত্রে পুরস্কার পেয়েছেন জুলি বোয়েন। তিনি একটি কমেডি ছবিতে অভিনয়ের জন্য এ পুরস্কার পান।

পুরস্কার অনুষ্ঠানে জুলি বোয়েনের নাম ঘোষণা করার মিনিটখানেকের মধ্যেই সেরা পার্শ্ব অভিনেতার নাম ঘোষণা করা হয় জুলির সঙ্গে একই কমেডি ছবিতে তার স্বামীর ভূমিকায় অভিনয়কারী টাই বারেলের নাম।

এ ছাড়া ‘হলোইন’-এর একটি এপিসোডে সেরা কমেডি ছবি পরিচালনার জন্য মাইকেল অ্যালান স্পিলার ও স্টিভ লেভিটান এবং জেফরি রিচম্যান যৌথভাবে সেরা কমেডি চিত্রনাট্য রচনার জন্য পুরস্কার জেতেন।

বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।