ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

এবার বাবা রামদেবের কুমারত্বকে চ্যালেঞ্জ রাখী সাওয়ান্তের

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১১

কলকাতা: বলিউডের আইটেম গার্ল রাখী সাওয়ান্ত ও ভারতের যোগগুরু বাবা রামদেবের মধ্যে বাকযুদ্ধ এখন টক অব দ্য টাউন। বাবা রামদেবের সম্প্রতি রাখিকে উদ্দেশ করে বলা কথা নিয়ে আবার বির্তক শুরু হয়েছে।



তার নাম ব্যবহার করে সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করছেন রাখি এই অভিযোগ করে রামদের বলেছেন, ‘যদি আমার নাম ব্যবহার করে ওর শোয়ের প্রচার করতে চায় তাহলে বলব ও সস্তায় জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করছে। ’

ক্ষুব্ধ রামদেব বলেন, ‘এভাবে একজন সন্ন্যাসীকে লক্ষ্য বানানো ঠিক নয়। ’

এই মন্তব্যের পরই শুক্রবার রাখি আবার রামদেবকে টার্গেট করে বলেন, ‘আমি বাবা রামদেবের কুমারত্বকে চ্যালেঞ্জ করছি। ওনি আমার সাথে টিভি শো ‘বিগ বস’র রুমে আসুন। মেনকা হয়ে আমি ওর তপস্যা ভঙ্গ করব। ’

রাখি এদিন চ্যালেঞ্জ করে বলেন, ‘আমি নিশ্চিত ওনি যদি আমার মুখোমুখি হন তাহলে ওনি কুমারত্ব হারাবেন। ’

এদিন তিনি আরও বলেন, ‘আমি রামদেবকে দাঁড়ি কাটতে বাধ্য করব। কারণ, আমি দাঁড়ি বিহীন তার মুখ দেখতে চাই। ’

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।