ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

মালাইকাকে চ্যালেঞ্জ জানালেন মল্লিকা

ইশানা ইশরাত | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১১

বলিউডে সেরা আইটেম গার্ল কে? মালাইকা আরোরা নাকি মল্লিকা সারাওয়াত! ‘দাবাং’ ছবিতে মুন্নি বাদনাম আইটেম গানে পারফর্ম করে আইটেম গার্ল হিসেবে জনপ্রিয়তায় বহুদূর এগিয়ে গেছেন মালাইকা। এবার মালাইকাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল মল্লিকা।

‘দাবাং’-এর তামিল ভার্সন ছবিতে ‘মুন্নি বাদনাম’-এর রিমেক গানে মল্লিকা পারফর্ম করবেন। আইটেম গানটি মালাইকার চেয়ে তিনি আরো আকর্ষণীয় ভাবে ফুটিয়ে তোলার ঘোষণা দিয়েছেন।

বলিউডের আইটেম গানের ইতিহাসে ‘মুন্নি বদনাম’ গানটি অবস্থান করছে শীর্ষে। এবার এ আলোচিত গানটিতেই পারফর্ম করতে যাচ্ছেন বলিউডের সেক্স-সিম্বল অভিনেত্রী মল্লিকা সারাওয়াত। তাকে দেখা যাবে ‘দাবাং’-এর তামিল ভার্সনে অভিনেতা সিম্বুর সঙ্গে এ গানে পারফর্ম করতে। গানটির জন্য এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

ভটসি পরিচালিত ‘দাবাং’-এর এই তামিল ভার্সন ছবির মুন্নি বাদনাম গানটির জন্য প্রথমে বিদ্যা বালান ও কাটরিনা কাইফকে প্রস্তাব করা হয়েছিলো। দুই অভিনেত্রী রাজিও হয়েছিলেন। কিন্তু চলতি বছরে শিডিউল না থাকায় অবশেষে মল্লিকাকেই নির্বাচন করা হয় গানটির জন্য। মালাইকা আরোরকে টেক্কা দিতে তার চেয়েও বেশি খোলামেলা হয়ে এ গানটিতে পারফর্ম করবেন মল্লিকা। এর আগে মল্লিকা কামাল হাসান পরিচালিত তামিল ছবি ‘দাসাবাথারাম’-এ অভিনয় করেছিলেন।

Malaika
মুন্নি বাদনাম গানটির শুটিং চলতি মাসের শেষদিকেই হবে বলে জানা গেছে। মল্লিকা গানটিতে পারফর্ম করার জন্য জোর প্রস্তুতি নিচ্ছেন। এ বিষয়ে তিনি বলেন, মুন্নি বাদনাম গানটিতে মালাইকা নিজেকে উজাড় করে পারফর্ম করেছেন। আমিও নিজের শতভাগ সামর্থ্য দিয়েই গানটি করার চেষ্টা করবো। এটি আমার জন্য একধরণের চ্যালেঞ্জ। আমার বিশ্বাস মালাইকার চেয়েও আমি গানটিতে চমৎকার পারফর্ম করতে পারবো। তাছাড়া আমাকে খোলামেলা দেখতে সবাই খুব পছন্দ করেন সেটাও আমি জানি। এ গানটিতেও তাই সেভাবেই সবার সামনে আসবো।

ঊাংলাদেশ সময় ২২১৫, সেপ্টেম্বর ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।