ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

চাপাবাজ মনছেরের গল্প নিয়ে টেলিফিল্ম ‘অচল’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১১

ছোট গুয়াখড়া গ্রামের যুবক মনছের আজগুবি সব গল্প বলে মানুষকে মোহবিষ্ট করে ফেলতে ওস্তাদ। এলাকার সবাই জানে মনছের চাপা মারছে, কিন্তু তার কথ বলার কুশলতায় সবাই বশীভূত হয়ে পড়ে।

আর এই সুযোগে মনছের মানুষের কাছ থেকে নানা সুবিধা নিয়ে নেয়। চাপাবাজ মনছেরের গল্প নিয়ে নির্মিত টেলিফিল্ম ‘অচল’।

এটি প্রচার হবে এটিএন বাংলায় ১৬ সেপ্টেম্বর শুক্রবার রাত ৭টা ৫৫ মিনিটে। বৃন্দাবন দাসের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন সালাউদ্দিন লাভলু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, ডলি জহুর, এস এম মহসিন, সালাউদ্দিন লাভলু, জ্যোতিকা জ্যোতি, আ খ ম হাসান প্রমুখ।


টেলিফিল্মের কাহিনীধারায় দেখা যাবে, মনছেরের সংসারে রয়েছে তার স্ত্রী মহিমা আর একমাত্র ছেলে; যে জন্ম থেকে পঙ্গু ও বাক প্রতিবন্ধী। সে ক্ষিণ কণ্ঠে মা ছাড়া আর কিছুই বলতে পারে না। এ নিয়ে মহিমার দুঃখের শেষ নেই। তার উপর মনছেরের চতুরতা তাকে ব্যথিত করে। মনছের তার ছেলের পঙ্গুত্ব পুঁজি করেও ধান্ধাবাজি করতে পিছু পা হয় না। ধান্ধাবাজি ছাড়া কোন কাজ করতে তার ভালো লাগে না, এটি তার সহজ স্বীকারোক্তি। মনছের মানুষের কাছে ধার নিয়ে আর ফেরত দেয় না। এ জন্য লাঞ্ছিত হতেও লজ্জা নেই তার। নিজের পঙ্গু ছেলেকে অচল মনে করে সে। ছেলের প্রতি তার কোন মায়া আছে বলেও মনে হয় না।

ছেলের এই পঙ্গুত্ব নিয়েও শেষ পর্যন্ত মনছের ব্যবসায় নামে। ঈদের বাজারে ঢাকায় পঙ্গু ছেলেকে দিয়ে ভিক্ষা করানোর জন্য চুক্তিতে টাকা নেয় এক দালালের কাছ থেকে। দালাল যথা সময়ে পঙ্গু ছেলেকে নিতে আসলে মনছেরের স্ত্রী আপত্তি করে। শুরু হয় জটিলতা। এক পর্যায়ে পঙ্গু ছেলেটি মনছেরকে বাবা বলে ডেকে ওঠে।

বাংলাদেশ সময় ১৭২৫, সেপ্টেম্বর ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।