ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

‘অন্তর মহল’-এর মহরত

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১১

প্রযোজনা প্রতিষ্ঠান ষ্টারডম এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হতে যাচ্ছে ১০৪ পর্বের দীর্ঘ ধারাবহিক ‘অন্তর মহল’। পার্থ সরকারের পরিচালনায় শুরু হতে যাওয়া ধারাবাহিকটির চিত্রনাট্য করছেন আবদুল্লাহ জহির বাবু ও পার্থ সরকার।

আগামী অক্টোবর থেকে দীর্ঘ ধারাবাহিকটির চিত্রায়ন শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন নাটকটির নির্মাণ সংস্থা ওয়াইড অ্যাঙ্গেল কমিউনিকেশন্স।

গত ১৪ সেপ্টেম্বর বুধবার রাতে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর এবিসি হাউজের স্কাইরুম রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেল দীর্ঘ ধারাবাহিকটির মহরত। কেক কেটে ‘অন্তর মহল’-এর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন নাটকটির প্রযোজক রিজওয়ানা খালেদ, ড: শাহ জহির, জশুয়া রাজ, হাসান মাসুদ, আনিসুর রহমান মিলন, তানিয়া হোসাইন, মনিরা মিঠু, আলিফ, কেয়া, জামশেদ, সুমন পাটওয়ারী, আরজে অপু, তাহসিন প্রমুখ।

নাটকটির পরিচালক পার্থ সরকার বলেন, আমরা ব্যতিক্রমধর্মী কিংবা অসাধারন কোন প্রোডকশন নির্মাণ করব বলে দাবী করবনা। তবে আমরা আমাদের প্রোডাকশন থেকে এমন কিছু নির্মাণ করতে চাই, যা দর্শকদের আগ্রহ ধরে রাখতে পারে।
মহরত অনুষ্ঠানে অভিনেতা হাসান মাসুদ বলেন, এর আগে পার্থ সরকারের সঙ্গে আমি কাজ করেছি। কাজের প্রতি তার আন্তািরকতা দেখে আমার বিশ্বাস ‘অন্তর মহল’ সফল হবে। নির্মাতাকে আনিসুর রহমান মিলন বললেন, ধারাবহিকটির নামের মত এর গল্প এবং নির্মাণও আকর্ষনীয় হবে বলে আশা করি ।

ধারাবাহিক নাটক ‘অন্তর মহল’-এর কাহিনীধারায় দেখা যাবে, বিদেশ থেকে পড়াশোনা করে এসে নাটক বানাতে গিয়ে কেউ বিপদে পরে। কেউবা কিছু না জেনেই নাটক বানিয়ে হিট। কার নাটক বিক্রি হয়, কার হয়না- তা ঠিক হয় রাতের অন্ধকারে। তারকাদের স্পন্সর ভ্যালু ঠিক হয় কর্পোরেট দুনিয়ার রাতের আড্ডায়। টিকে থাকার জন্য কেউ তার সর্বস্ব দিয়ে দেয়। কেউবা সবকিছু পেয়েও হেলায় হারায়। আজ যে উঠতি অভিনেতা/অভিনেত্রীকে বিরূপ পরিস্থিতিতে ফেলে মাফিয়ার কেউ। হিট হয়ে গেলে আবার তার পেছনেই ঘোরে সবাই। আমাদের মিডিয়ার সামনের পেছনের এরকম নানা ঘটনা নিয়েই গড়ে উঠেছে ‘অন্তর মহল’ এর গল্প।

বাংলাদেশ সময় ১৭৪০, সেপ্টেম্বর ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।