ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বিপাশার অতিথি এবার শাকিলা জাফর

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১১

এবারের রোজার ঈদে বাংলাভিশনে প্রচারিত হয়েছে ‘বিপাশার অতিথি’ নামে আলাপচারিতার অনুষ্ঠান। বিপাশা হায়াতের উপস্থাপনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফসানা মিমি এবং শমী কায়সার।

  এই বিশেষ অনুষ্ঠান ‘বিপাশার অতিথি’ নিয়মিতভাবে বাংলাভিশনে শুরু হচ্ছে ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে।

অনুষ্ঠান সম্পর্কে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ জানান, ঈদ-উল-ফিতরে প্রচারিত এই অনুষ্ঠান নিয়ে অনেক সাড়া পেয়েছি। তাই ‘বিপাশার অতিথি’ নিয়মিত প্রচারের সিদ্ধান্ত নিয়েছি আমরা। এখন থেকে প্রতি বৃহস্পতিবার রাত ৯টা ০৫ মিনিটে প্রচারিত হবে এই বিশেষ অনুষ্ঠান।

অনুষ্ঠানের প্রযোজক তারেক আখন্দ জানান, ‘এবারের পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শাকিলা জাফর। অনুষ্ঠানে তিনি কথা বলেছেন তাঁর সঙ্গীতজীবনের শুরুর গল্পসহ জীবনের নানা জানা অজানা কথা নিয়ে। এছাড়া জানিয়েছেন বর্তমানের কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা কথা।

বাংলাদেশ সময় ২০৪০, সেপ্টেম্বর ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।