ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ডিভোর্সের পর শশী

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১১

বিয়ের পর থেকে দাম্পত্যজীবনে গোলমাল লেগেই আছে শশীর। শেষপর্যন্ত ডিভোর্সের মাধ্যমে তিনি মুক্তি খুঁজেন।

কিন্তু কয়েকদিন পরই টের পান গভীর শূণ্যতা। বুঝতে পারেন স্বামীকে তিনি আসলে খুব ভালোবাসতেন।

এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী শশীকে এভাবেই দেখা যাবে ‘তোমায় ভেবে লেখা’ নামের একটি একক নাটকে। এতে শশীর বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী পার্থ বড়ুয়া। আফজাল হোসেন মুন্নার রচনা ও পরিচালনায় ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর ঢাকার উত্তরা সহ বিভিন্ন লোকেশনে শুরু হবে নাটকটির শুটিং।

‘তোমায় ভেবে লেখা’ নাটকের শেষের দিকে দেখা যাবে, ডিভোর্সের পর স্বামী-স্ত্রী নিজেদের মাঝে প্রেমের সত্যিকার অস্তিত্ব অনুভব করে। যা দাম্পত্যজীবনে তারা টের পায় নি। তারা বুঝতে পারে প্রেম আসলে অনন্ত, প্রেমের প্রকাশটা মাঝে মধ্যে চাপা পড়ে থাকে দৈনন্দিন ব্যস্ততায়।   কিন্তু এখন তো চাইলেই দুজন দুজনকে আপন করে পেতে পারে না। দুজনের মিলনে প্রাচীর হয়ে দাঁড়ায় সমাজ, তার চাইতেও উঁচু প্রাচীর হয়ে দাড়ায় নিজেদের ইগো।

নাটকটি সম্পর্কে শশী বলেন, স্ক্রিপ্টটা বেশ ভালো। আমার চরিত্রের মাঝে রয়েছে মনস্তাত্বিক দ্বন্দ্ব। চরিত্রটি অভিনয়ের সুযোগ আছে। আমার বিপরীতে এ নাটকে রয়েছেন পার্থ বড়ুয়া। আমি তার গানের ভক্ত। তার সঙ্গে এটিই হবে আমার প্রথম কাজ। সব মিলিয়ে আশা করছি ‘তোমায় ভেবে লেখা’ নাটকটি দর্শকের কাছে উপভোগ্য হবে।

বাংলাদেশ সময় ১৫১০, সেপ্টেম্বর ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।