ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

আইএসও সনদ পেল এনটিভি

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১১

বাংলাদেশের অন্যতম বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এনটিভি (ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেড) আন্তর্জাতিক ISO ৯০০১ সনদ অর্জন করেছে। দেশের কোন টিভি চ্যানেলের ISO সার্টিফিকেট লাভ এই প্রথম।



৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার এনটিভি’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোসাদ্দেক আলী এনটিভির পক্ষে ISO ৯০০১: ২০০৮ সার্টিফিকেটটি গ্রহণ করেন। উন্নত ব্যবস্থাপনা, বিপনন, নিরীক্ষা ব্যবস্থা, পেশাদারিত্ব, সংবাদ ও অনুষ্ঠানমালায় আন্তর্জাতিক মান অর্জনের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটিকে এ সনদ দেয়া হয়েছে বলে এনটিভির পক্ষ থেকে জানানো হয়েছে।

ISO ৯০০১: ২০০৮  হলো একটি কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, যার মাধ্যমে কোন প্রতিষ্ঠানকে মানসম্মত ব্যবস্থাপনার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়া হয়।  

এনটিভি কার্যালয়ে যুক্তরাষ্ট্র-ভিত্তিক প্রতিষ্ঠান অরিয়ন রেজিস্ট্রার ইনকর্পোরেটেড ইউএসএর  লিড অডিটর মাইক ব্রায়স এই সনদটি এনটিভির চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান দুই নিরীক্ষক মতিউর রহমান ও রুহুল আমীন ভূইঁয়াসহ এনটিভি’র উর্ধ্বতন কর্মকর্তারা।

ISO ৯০০১: ২০০৮ সার্টিফিকেট গ্রহণকালে এনটিভি চেয়ারম্যান সন্তোষ প্রকাশ করে বলেন, এই অর্জন শুধু এনটিভি’র নয়, সকল দর্শক-শুভানুধ্যায়ীসহ গোটা দেশবাসীর। তিনি বলেন, এই সাফল্যের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে এই প্রথম বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেল যেমন মর্যাদার আসন পেল, তেমনি উজ্জ্বল হলো বাংলাদেশের ভাবমূর্তিও। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনেও দেশের উন্নয়ন ও সৃমদ্ধি অর্জনে এবং দর্শকের চাহিদা মেটাতে সম্প্রচার জগতে আরও উৎকর্ষতা অর্জনে এনটিভির প্রয়াস অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময় ১৯১৫, সেপ্টেম্বর ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।