ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

দেশসেরা গিটার বাদকদের নিয়ে গিটারফেস্ট

কামরুজ্জামান মিলু | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১১

দেশসেরা গিটার বাদকদের নিয়ে ৯ সেপ্টেম্বর শুক্রবার রূপসী বাংলা হোটেলে অনুষ্ঠিত হলো ‘গিটারফেস্ট ২০১১’। বুমবক্স আয়োজিত এবারের উৎসবে অংশ নেন ওনি হাসান (ওয়ারফেইজ), মাহের খান (নেমেসিস), রাফা (অর্থহীন), সারফারাজসহ (ক্রিপটিক ফেইট) আরো অনেকে।

এ ছাড়া তাদের সঙ্গে একই মঞ্জে গিটার বাজানোর সুযোগ পান নতুন কয়েকজন বাছাইকৃত গিটারিস্ট। বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত এ অনুষ্ঠান চলে।


২০০৭ সাল থেকে শুরু হওয়া এ উৎসবে বিভিন্ন ব্যান্ডের খ্যাতিমান গিটারিস্টরা অংশ নিয়ে আসছেন। তারা এ উৎসবে গিটার বাজিয়ে শোনান উপস্থিত দর্শকশ্রোতাদের।

এ প্রসঙ্গে বুমবক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা লাবিব বলেন, ‘মাহের খান (গিটারিস্ট নেমেসিস) ও মাজেদ (ওয়ারফেইজের ম্যানেজার) তাদের সহযোগীতা ছাড়া এ অনুষ্ঠান করা কখনই সম্ভব হতো না। তাছাড়া মূলত মাহের খানের আইডিয়া এটি। ২০০৭ সাল থেকে আমরা এ আয়োজন করছি। চতুর্থবারের মত এই আয়োজনেও দর্শকরা দেশের খ্যাতিমান গিটারিস্টদের একসঙ্গে পান। তাছাড়া দর্শকদের জন্য এটি একটি অন্যরকম আকর্ষন , যা অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা দারুণভাবে উপভোগ করেছেন।

বাংলাদেশ সময় ২১৫০, সেপ্টেম্বর ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।