ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

হাসির নাটক ‘ইয়েস নো ভেরিগুড’

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১১

এটিএনবাংলা চ্যানেলে ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ১১টায় প্রচারিত হবে হাসির নাটক ‘ইয়েস নো ভেরিগুড’। নাটকটি লিখেছেন শামীম আহমেদ, পরিচালনায় রয়েছেন কায়সার আহমেদ।

এতে অভিনয় করেছেন ড. ইনামূল হক, মুনীরা মিঠু, রোমানা, মীর সাব্বির, লিটু আনাম, সায়েম সামাদ প্রমূখ।

‘ইয়েস নো ভেরিগুড‘ নাটকে দেখা যাবে, জমির দালালি করে হঠাৎই ধনকুবের বনে যান টমি মিয়া। স্ত্রী নেই। একমাত্র কন্যা সুখতারা খানিকটা অভিমানি স্বভাবের। টাকা থাকলেও অভিজাত সমাজে মেশাটা কষ্টকর হয়ে পড়ে টমি মিয়ার পরিবারের। তাই মেয়েকে ইংরেজি শেখানোর জন্য নান্টু নামের একজন গৃহ শিক্ষক রেখে দেন। মেয়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেও ইংরেজি শেখেন। তবে যা শেখেন তার পুরোটাই বলেন ভুল। নান্টু আসলে নিজেই ইংরেজি ভালো জানেন না। এই সুযোগ নিয়ে পল্টু নামে সুচতুর লোক বাড়িতে ঢুকে পড়ে। আগে থেকেই টমি মিয়ার সহকারী হিসেবে কাজ করেন আপেল। তারা তিনজনই ভালোবাসে সুখতারাকে। এ নিয়ে ঘটতে থাকে একের পর এক মজার ঘটনা।

হাসির এ নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে আশা করছেন নাটকটির নির্মাতা ও কলাকুশলীরা।

বাংলাদেশ সময় ১৪৫০, সেপ্টেম্বর ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।