ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ঈদের যতো অডিও অ্যালবাম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১১

দেশের অডিও শিল্পের সেই সোনালি দিন এখন আর নেই। পাইরেসি, ইন্টারনেটে অবাধ ডাউনলোড, তারকা শিল্পীদের অনুপস্থিতি প্রভৃতি নানা কারণেই অডিও বাজার আজ বিপর্যস্ত।

তবে বিভিন্ন উৎসবে এখনও খানিকটা জমে উঠে অডিও বাজার। বিশেষ করে প্রতি বছরই ঈদের জন্য প্রতীক্ষায় থাকেন অডিও ইন্ডাষ্ট্রির শিল্পী-কলাকুশলী ও প্রযোজক-ব্যবসায়ীরা।

এবারের ঈদকে সামনে রেখে বেশ জমে উঠেছে অডিও বাজার। বাজারে এসেছে প্রায় ১০০ নতুন অ্যালবাম। তবে এবার তারকাশিল্পীদের একক অ্যালবাম এসেছে খুব কম। জনপ্রিয় শিল্পীদের গাওয়া গান নিয়ে অবশ্য বের হয়েছে বেশ কিছু মিক্সড অ্যালবাম। নবীন শিল্পীদের একক অ্যালবাম এবার তুলনামূলক বেশি এসেছে।

জি সিরিজ
এবারের ঈদে ২৮টি অ্যালবাম প্রকাশ করেছে জি সিরিজ। উল্লেখযোগ্য অ্যালবামগুলো হচ্ছে নিজের সুরে তৌসিফের ষষ্ঠ একক ‘অনিদ্রা’, মিক্সড অ্যালবাম ‘দ্য হিট অ্যালবাম-থি’।   মিলন মাহমুদের ‘একক স্বপ্নডানা’, পলাশের ৩১তম একক অ্যালবাম ‘আমার বাড়ি’। লিমনের একক ‘হয়তো আমি’, মুহিনের তৃতীয় ‘একক ঘুমে আসে না’ আতিকের একক ‘আপন করে নে’, তাহসানের সংগীতে মিনারের দ্বিতীয় একক ‘আঁড়ি’, ঘুড্ডি ব্যান্ডের একক ‘নাটাই’ , নীলা নাজের একক ‘নীলান্তর’, রাহাতের একক ‘স্বপ্ন শুরু’ ,নজরুলসংগীত নিয়ে মিক্সড অ্যালবাম ‘ভীরু এ মনের কথা বলি’। জি সিরিজ থেকে আরো এসেছে প্রিন্স মাহমুদের কথা-সুর-সংগীতে মিশ্র অ্যালবাম ‘নির্বাচিতা’। এতে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, শফিক তুহিন, কণা, মাহাদী, এলিটা, রুমি, পারভেজ, আরেফিন রুমি ও প্রিয়াঙ্কা গোপ। থোপকথনের সঙ্গে গানের সমন্বয়ের মিশ্র অ্যালবাম ‘সন্ধি ফিচারিং ভালোবাসি তোমাকে’। এবং মিক্সড ভিডিও অ্যালবাম আড়ালে।

সংগীতা
সংগীতা প্রকাশ করেছে মমতাজের একক ‘তাল পুকুর এবং রসিয়া বন্ধু’, নিজের সুর ও সংগীতে আরফিন রুমির তৃতীয় একক ‘ভালোবাসি তোমায়’, বারী সিদ্দিকীর একক ‘দুঃখ দিলে দুঃখ পাবি’, রুমি রহমানের একক ‘তুমি আমি’, ক্লোজআপ ওয়ান খ্যাত আরিফের একক ‘রোদেলা’ এবং  বেলাল খানের সুরে সাইফুর রুবেল পরিচালিত ‘খুঁটি’ চলচ্চিত্রের গানের অ্যালবাম। ।

লেজার ভিশন
এবারের ঈদে লেজার ভিশনের উল্লেখযোগ্য অ্যালবামের মধ্যে রয়েছে প্রত্যয় খানের সুর-সংগীতে মিশ্র অ্যালবাম ‘এফ এন এফ’। এতে কণ্ঠ দিয়েছেন প্রত্যয় খান, ইমরান, নওমি, অমিদ, প্রমা ও প্রমিতি। আহমেদ রাজীবের সংগীতে মিক্সড ‘মেঘ’। শিল্পীরা হলেন বাপ্পা মজুমদার, মিলন মাহমুদ, ন্যান্সি, কানিজ সুবর্ণা, কণা, পারভেজ, আহমেদ রাজীব ও নীলা নাজ। অয়নের সংগীতে মিক্সড ‘হৃদয় মাঝে’।   এতে কণ্ঠ দিয়েছেন অয়ন, ইমরান, অমি, মনির, বিধূ, ইভান, শাফি, আনিসা ও অংশু। লোকগান নিয়ে বেরিয়েছে মনিরের একক ‘দেহতরী’। নিজের সুর ও সংগীতে তমালের একক ‘জলে বারো মাস’। হারানো দিনের গান নিয়ে পারভীন সুলতানার ‘স্মৃতির ভেলা’। অমিত চ্যাটার্জির সংগীতে লোকগান নিয়ে অভিনেতা শামীম জামানের একক ‘একটা চিঠি’। জে কের সংগীতে রুমেল খানের একক ‘মেয়ে তুমি’। আরমান খানের সংগীতে ‘স্বপ্নীল ভুবন’ চলচ্চিত্রের গানের অ্যালবাম এবং মিক্সড ভিডিও অ্যালবাম ‘টপচার্ট-৪’।

ডেডলাইন মিউজিক
এবারের ঈদ উপলক্ষে ডেডলাইন মিউজিক এনেছে হাবিব, ওয়ারফেজ ও অর্থহীনের ফোক গানের মিশ্র অ্যালবাম `সমর্পন`। এতে তারা গেয়েছেন ফকির লালন সাঁই, হাছন রাজা ও বাউল শাহ আবদুল করিমের কিছু গান। এ  প্রতিষ্ঠানটি ঈদ উপলক্ষে আরও এনেছে কনার নতুন একক ‘সিম্পলি কণা’। সংগীতা থেকে বেরিয়েছে আরফিন রুমীর একক `ভালোবাসি তোমায়`। সঙ্গীতার ব্যানারে আরো এসেছে মমতাজের একক অ্যালবাম তাল পুকুর’ ও ‘রসিয়া বন্ধু’, বারী সিদ্দিকীর একক ‘দুঃখ দিলে দুঃখ পাবি’,ও চলচ্চিত্রের গানের অ্যালবাম ‘খুঁটি’।

ফাহিম মিউজিক
ক্লোজআপ ওয়ান খ্যাত রাশেদের একক ‘সোনা বন্ধে’, শূন্য ব্যান্ডের তৃতীয় একক অ্যালবাম ‘গড়বো বাংলাদেশ’, রেজওয়ানা চৌধুরী বন্যা, হায়দার হোসেন, জয়া আহসান, শেহজাদ চৌধুরী, সুমেল চৌধুরী ও রিংকুর মিক্সড অ্যালবাম ‘গুরু তোমার নামে’। এ ছাড়াও এই প্রতিষ্ঠান থেকে বেরিয়েছে নুরুল আলম আতিকের ‘ডুব সাঁতার’এবং শাহজাহান চৌধুরীর ‘মধুমতি’ চলচ্চিত্রের ডিভিডি।

সিডি চয়েস
ঈদ উপলক্ষে সিডি চয়েজ থেকে এসেছে মিক্সড অ্যালবাম ‘অনুরাগ’।   এতে রয়েছে এস আই টুটুল, তৌসিফ, শফিক তুহিন, লিজা, পড়শী, বেলাল খান, রাজীব, নওরীন ও আর্নিকের গান।

এটিএন মিউজিক
ইবরার টিপুর সুর-সংগীতে ইভা রহমানের ১৮তম একক মনে আল্পনা এঁকেছি।

বাংলাদেশ সময় ০০৪৫, আগস্ট ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।