ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

স্টার সিনেপ্লেক্সে ঈদের নতুন ছবি

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১১

এবারের ঈদে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ৩টি নতুন ছবি। এর মধ্যে ২টি হলিউডের ছবি ও একটি বাংলাদেশের ছবি।

হলিউডের ছবি দুটো হলো ‘থর’ ও ‘ফাস্ট ফাইভ’ এবং বাংলাদেশের ছবিটি হচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের ‘কুসুম কুসুম প্রেম’।

‘থর’ ছবিটি চলতি বছরের ২১ এপ্রিল অস্ট্রেলিয়া এবং  ৬ মে আমেরিকা সহ সারা বিশ্বে মুক্তি পায়। এটি এ বছরের একটি ব্যবসা সফল ছবি। কেনেথ ব্রাঙ্কথ পরিচালিত সায়েন্স ফিকশন ভিত্তিক এ ছবিতে অভিনয় করেছেন ক্রিস হ্যামসওয়ার্থ, অ্যান্থনি হপকিন্স এবং নাটালি পোর্টম্যান।

জাস্টিন লিন পরিচালিত অ্যাকশ ভিত্তিক ছবি ‘ফাস্ট ফাইভ’। ছবিটি মুক্তি পায় চলতি বছরের ২৯ এপ্রিল। এ ছবিতে
অভিনয় করেছেন ভিন ডিজেল, পল ওয়াকার প্রমুখ।

ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘কুসুম কুসুম প্রেম’। এ ছবিতে প্রধান প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস, মৌসুমী ও রিয়াজ।

বাংলাদেশ সময় ০০২৫, আগস্ট ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।