ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বহুরূপে মাহমুদ সানী

জাবেদ ইকবাল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১১

প্রথম একক অ্যালবাম ‘না বলা কথা’ দিয়ে সংগীত জগতে আর্বিভাব হয় সময়ের আলোচিত গায়ক-সংগীত পরিচালক মাহমুদ সানীর। অ্যলবামের ‘বন্ধুরে’, না বলা কথাসহ বেশ কিছু গান বেশ প্রশংসা পায়।

পরবর্তীতে পড়শির প্রথম একক অ্যালবামের ‘লজ্জা’ গানটির সুর-সংগীতায়োজনের মাধ্যমে সংগীত পরিচালকদের খাতায় নাম লিখান। এরপর একে একে রুপম, ইমরান ও রোজের অ্যালবামের জন্যও বেশ কিছু গান তৈরি করে প্রশংসিত হন তিনি।

এই ঈদে প্রথমবারে মতো মাহমুদ সানি নিজের সুর-সংগীতায়োজনের মিক্সড অ্যালবাম ‘হৃদয়ের গল্প’ নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন । গানের বাইরে সম্প্রতি জনপ্রিয় পপগায়িকা তিশমার সঙ্গে ‘ফর্মালিন প্রেম’ নামের একটি রেডিও নাটকে অভিনয় করেছেন। এছাড়া একটি বিজ্ঞাপনেরও মডেল হয়েছেন তিনি। হয়ে উঠেছেন অলরাউন্ডার।  

অবশ্য নিজেকে সানি অলরাউন্ডার মানতে নারাজ সানী। গান নিয়ে আছেন, গান নিয়েই থাকতে চান। এই গানের মধ্যেই খুঁজে পান নিজেকে। এ প্রসঙ্গে মাহমুদ সানী বাংলানিউজকে বলেন, সেই ক্লাস ফোরে এক বন্ধুর বাবার গিটার বাজানো দেখে মুগ্ধ হয়েছিলাম। পরবর্তীতে সঙ্গীতের উপর উচ্চতর পড়াশোনা করার জন্য ভারতে যাই। মানুষ আজ আমাকে চিনেছে এই গান থেকেই। তাই সবার আগে গান তারপর অন্য কিছু। গান গাওয়া আমার নেশা আর পেশা, আর অন্যগুলো নিতান্তই শখ।

নাটকে অভিনয় প্রসঙ্গে জানতে চাইলে সানী বলেন, রেডিও টুডে গিয়েছিলাম অন্য একটা কাজে গিয়েছিলাম। হঠাৎ করেই জাহিদ বাবুল আমাকে অভিনয়ের প্রস্তাব করলেন। আমি প্রথমে না করেছিলাম, পরে গল্প শুনে ভাল লাগলো। তাই শেষ পর্যন্ত কাজ করলাম। নাটকে তিশমা আমার প্রেমিকা। আমি এখানে একজন ফ্লপ গায়ক, সফিক তুহিন তিশমার বাবা এবং পুরানো নামকরা শিল্পী। সঙ্গীতের দ্বিধা-দ্বন্দ নিয়ে নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জাহিদ বাবুল। রেডিও টুডেতে এই বিশেষ নাটকটি প্রচার হবে ঈদের দিন বেলা ১১টায়।

মডেলিং প্রসঙ্গে সানী বলেন, এটা হঠাৎ করেই হয়ে গেছে। আমি নিজেও জানতাম না। ফারজনা ব্রাউনিয়ার স্বামী মিনহাহ কিবরিয়া ভাইয়ের অনুরোধে এই কাজটা করি। তিনি এই বিজ্ঞাপনের নির্দেশনা দিয়েছেন।

২০০৩ সালে ভারতে গিয়ে মিউজিক এবং সিনেমাটোগ্রাফী বিষয়ে পড়াশোনা দেশে ফিরে শুরু করেন অ্যালবামের কাজ। এরপর দেশের প্রায় অর্ধশত গায়ক-গায়িকাদের নিয়ে কাজ শুরু করেন। এদের মধ্যে উঠতি নতুনদের জোয়ারই বেশি। নতুনদের নিয়ে কাজ করেন কেন, এমন প্রশ্নের সানীর উত্তরে সানী বললেন, নতুনদের নিয়ে কাজ করতে মজাই আলাদা। নিজের মত করে এদের তৈরী করা যায়।

মাহমুদ সানীর ‘হৃদয়ের গল্প’ অ্যালবামে গান গেয়েছেন চ্যানেল আই ক্ষুদে গানরাজ ইভেন্ট থেকে বেরিয়ে আসা শিল্পী নাওমি এবং পূজা। গানগুলো শ্রোতাপ্রিয়তা পেয়েছে। অ্যালবামটিতে রক, সফট, মেলাডিয়াসসহ মোট ১০টি গান রয়েছে। সব গানের সুর-সংগীতায়োজন করেছেন মাহমুদ সানী। পাশাপাশি বেশ ক’টি দ্বৈত গানে কণ্ঠও দিয়েছেন। এছাড়া অ্যালবামের অন্যান্য শিল্পীরা হলেন- মাহমুদ সানী, নাওমি, এইচ এম রানা, আরজে প্রত্যেয়, পপি, পুজা, পাভেল, ক্রিস্টিনা চৈতি ও রাতুল।

 কোরবানি ঈদের এখনও অনেক বাকি । কিন্তু এখনই ব্যস্ত বিভিন্ন জনের একক, মিক্সড অ্যালবামের কাজ নিয়ে। এর মধ্যে নাওমী, পূজার ও অন্যান্য নতুন শিল্পীর একক রয়েছে। এছাড়া নিজেদের দ্বিতীয় একক নিয়ে কাজ শুরু করেছেন।

এত কিছুর মাঝেও শুধু অডিও গানেই সীমিত থাকেন নি সানী। চলচ্চিত্র গান পরিচালনায়ও নাম লিখিয়েছেন। অনন্য মামুন পরিচালিত ‘মোস্ট ওয়েলকাম’ ছবির টাইটেল গান করেছেন। এই গানে প্লে-ব্যাক করেছেন জনপ্রিয় গায়িকা মিলা ও এসআই টুটুল।

গান নিয়ে ভবিষ্যত ভাবনার কথা জানতে চাইলে সানী বলেন , গতানুগতিক ধারা থেকে বের হয়ে আমি ভিন্ন ধারায় কাজ করেছি। প্রথমে খানিকটা সংশয়ে ছিলাম। তারপর শ্রোতাদের কাছ থেকে সাড়া পেয়ে এই ধারাবাহিকতা নিয়েই কাজ করতে চাই। এছাড়া ফিল্ম বিষয়ে যেহেতু পড়াশোনা করেছি তাই গানের পাশাপাশি আগামীতে চলচ্চিত্র পরিচালনায় নাম লিখাবো।

বাংলাদেশ সময় ০১১৮, আগস্ট ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।