ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

তারেক মাসুদের অসমাপ্ত কাজ করবো: স্মরণসভায় ক্যাথেরিন মাসুদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১১

ঢাকা: মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত গুণী চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের স্মরণসভায় তার অসমাপ্ত কাজগুলো শেষ করার অভিপ্রায় ব্যক্ত করেছেন তার স্ত্রী ক্যাথেরিন মাসুদ। এজন্য তিনি সবার সহযোগিতাও চেয়েছেন।



শুক্রবার বিকেলে ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে আয়োজিত তারেক মাসুদের এক স্মরণ সভায় ক্যাথেরিন মাসুদ এ কথা বলেন।

তিনি বলেন, তারেক এখনও আমাদের মাঝে বেঁচে আছে, সে মরেনি। তার অসমাপ্ত কাজগুলো আমরা করবো। এজন্য সবার সহযোগিতা চাই।

তিনি আরও বলেন, তারেকের স্বপ্ন ছিল এ দেশকে নিয়ে, চলচ্চিত্র নিয়ে। অসম্ভব আত্ববিশ্বাসী এক গুণী নির্মাতা ছিল তারেক মাসুদ। ও কখনো আমাদের মাঝ থেকে হারিয়ে যাবে না।

স্মরণসভায় ক্যাথেরিন মাসুদের মা-ভাইসহ  বিশিষ্ট চলচ্চিত্রকার, সংস্কৃতিকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি  ও তারেক মাসুদের ঘনিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪০ঘণ্টা, আগস্ট ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।