ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ঘরে-বাইরে ফাহমিদা নবীর ব্যস্ততা

বিপুল হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১১

মিস্টি গানের জনপ্রিয় শিল্পী ফাহমিদা নবীর নতুন কোনো অ্যালবাম বের না হলেও এই ঈদে তিনি থাকছেন দর্শক-শ্রোতাদের সঙ্গেই। এবার ঈদে টিভি ও এফএম রেডিও উল্লেখযোগ্য সংখ্যক অনুষ্ঠানে তিনি অংশ নিয়েছেন।

 পারিবারিকভাবেও বর্তমানে তিনি কাটাচ্ছেন ব্যস্ত সময়।

ঈদকে সামনে রেখে তুমুল ব্যস্ত সময় কাটাচ্ছেন জনপ্রিয় গায়িকা ফাহমিদা নবী। নতুন কোনো অ্যালবাম নিয়ে তার এই ব্যস্ততা নয়। ব্যস্ততা তার বিভিন্ন টিভি এবং এফএম রেডিওর ঈদ আয়োজনে অংশগ্রহণ নিয়ে। এ সম্পর্কে ফাহমিদা নবী বাংলানিউজকে বলেন, এবার টিভির এক ডজনের বেশি ঈদ অনুষ্ঠানে অংশ নিচ্ছি। এর আগে এতগুলো ঈদের অনুষ্ঠান আমার করা হয়নি। সর্বোচ্চ দুই চারটি অনুষ্ঠানে গেয়েছি। শুধু সঙ্গীতানুষ্ঠানেই নয়, কয়েকটি টক শোতেও আমাকে দেখা যাবে। টেলিভিশনের পাশাপাশি একাধিক এফএম রেডিওর ঈদে অনুষ্ঠানেও এবার আমি থাকছি।

বর্তমানে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলের সংখ্যা এক ডজন ছাড়িয়ে গেছে। এর মধ্যে অন্তত দশটি টিভি চ্যানেলের লাইভসহ বিভিন্ন অনুষ্ঠানে ফাহমিদা নবীকে দেখা যাবে বলে জানা গেছে।

এই ঈদে সময় ও দিগন্ত টিভিতে ঈদের বিশেষ লাইভ গানের অনুষ্ঠানে থাকছেন ফাহমিদা নবী। ফোনে দর্শকদের অনুরোধের ভিত্তিতে সরাসরি তিনি অনুষ্ঠান দুটোতে সঙ্গীত পরিবেশন করবেন। বিটিভি, এটিএন বাংলা, বাংলাভিশন, এনটিভি, একুশে টিভির ঈদের বিশেষ সঙ্গীতানুষ্ঠানে প্রচার করা হবে ফাহমিদা নবীর গাওয়া গান।

বিটিভিতে ফাহমিদাকে দেখা যাবে কুমার বিশ্বজিতের সঙ্গে ভিন্ন মাত্রার একটি মিউজিক্যাল শোতে। বাংলাভিশনে জনপ্রিয় মডেল নোবেলের উপস্থাপনায় ফাহমিদা নবী আড্ডায় মাতবেন বাপ্পা, মাহাদী, আরফিন রুমি, এলিটার সঙ্গে। সময় টিভিতে ফাহমিদা নবীকে দেখা যাবে এই প্রজন্মের জনপ্রিয় গায়ক তপুর সঙ্গে আড্ডা ভিত্তিক একটি লাইভ শোতে। মাই টিভিতে প্রচার করা হবে ফাহমিদা নবীর বিভিন্ন সময়ের জনপ্রিয় কয়েকটি মিউজিক ভিডিও।

শুধু টিভিতেই নয়, রেডিওতেও থাকছে ফাহমিদা নবীর সরব উপস্থিতি। এফএম স্টেশন এবিসি রেডিও আর রেডিও আমার-এর মিউজিক্যাল শোতে তিনি কথা বলবেন শ্রোতাদের সঙ্গে। এছাড়া দেশেরএফএম রেডিওর সব কটি স্টেশনেই দিনের বিভিন্ন সময় বাজানো হবে ফাহমিদা নবীর জনপ্রিয় সব গান।

fahmidaএই তো গেল ফাহমিদা নবী পেশাগত জীবনের ব্যস্ততা। পারিবারিক জীবনেও সম্প্রতি তিনি ঝক্কি-ঝামেলার মধ্য দিয়ে পাড় করেছেন ব্যস্ত সময়। ফাহমিদা নবী শ্বাশুড়ি হয়েছেন। একমাত্র কন্যা আনমোল বিয়ের আকদ সম্পন্ন করেছেন । বরের নাম রোমান। তিনি ভারতের ব্যাঙ্গালোর থেকে বিবিএ শেষ করে এসে পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান কমফোর্ট শকস গার্মেন্টস দেখাশোনা করছেন। আর আনমোল পড়ছেন আইন বিষয়ে অনার্সে। এই নিয়ে ছোটাছুটির মধ্যে ছিলেন কয়েকটা দিন।

এখনও অবশ্য একমাত্র কন্যাকে হাতছাড়া করেননি ফাহমিদা নবী । পাত্র পক্ষকে জানিয়ে দিয়েছেন, দুবছর পর মেয়ে তাদের  ঘরে তুলে দিবেন। স্বাভাবিকভাবেই পেশাগত ব্যস্ততার মধ্যেই মেয়ের প্রতিও বাড়তি মনোযোগ রাখতে হচ্ছে ফাহমিদা নবীর।

ঘরে-বাইরের দুই ভুবনের প্রতিই অবশ্য ফাহমিদা নবী সমান সচেতন। ঈদের অনুষ্ঠান নিয়ে এতো ব্যস্ততার পর ঘরে ফিরে তিনি মেয়ের সঙ্গে প্রতিদিনই কাটান দীর্ঘ সময়। নিজের হাতে রান্না করেন। মেয়েকে নিয়ে একসঙ্গে খাওয়াদাওয়া করেন। এভাবেই কাটছে জনপ্রিয় গায়িকা ফাহমিদা নবীর এই সময়ের দিনকাল।

বাংলাদেশ সময় ০২১৫, আগস্ট ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।