ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

থ্রি-ডি ভার্সনে কিং খানের ডন টু

অনন্যা আশরাফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১১

বলিউড বাদশাহ শাহরুখ খানের ভক্তদের জন্যে সুখবর। শাহরুখ অভিনীত ‘রা ওয়ান’ ছবিটির মত ‘ডন টু’ ছবিটিও প্রেক্ষাগৃহে থ্রিডি ভার্সনে মুক্তি পাচ্ছে।

ফারহান আকতার পরিচালিত ‘ডন’ ছবিটির বিশাল সাফল্যে অনুপ্রাণিত হয়ে প্রযোজক রিতেশ সিদ্ধোনি ছবিটির সিক্যুয়েল ‘ডন-টু’ নির্মাণের কাজ শুরু করেন। সম্প্রতি তিনি ঘোষনা দিয়েছেন ‘ডন টু’ ছবিটি মুক্তি দেওয়া হবে থ্রি-ডি ভার্সনে।

এ প্রসঙ্গে প্রযোজক রিতেশ সিদ্ধোনি বলেন, ‘ব্র্যান্ড ছবি ‘ডন’-এর দর্শক জনপ্রিয়তায় আমি অনুপ্রাণিত। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই আমরা সিকুয়েলটির থ্রিডি ভার্সন করার সিদ্ধান্ত নিয়েছি। ‘ডন ওয়ান’ ছবিটির কিছু অংশ থ্রিডি ভার্সন করে আমরা পরীক্ষা করেছি এবং তার খুব ভাল ফল পেয়েছি। তাই ‘ডন টু’ ছবিটি শুটিং চলাকালীন সময়ে ফারহান ও আমি পুরো ছবিটির থ্রি-ডি ভার্সন করার  সিদ্ধান্ত নিয়েছি। ছবিটির থ্রিডি ভার্সন দশর্কদের কাছে স্মরণীয় হবে বলে আমাদের বিশ্বাস।

চলতি বছর ক্রিস্টমাস ডেকে সামনে রেখে ২৩ ডিসেম্বর শাহরুখ-প্রিয়াঙ্কা অভিনীত ‘ডন টু’ ছবিটি মুক্তি পাচ্ছে। হিন্দির পাশাপাশি তামিল ও তেলেগু ভাষায়ও ছবিটি মুক্তি দেওয়া হয়ে। বিশ্ব-চলচ্চিত্রের নতুন ফরমেট থ্রিডি ভার্সনে  ‘রা ওয়ান’ এবং ‘ডন টু’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেলে বলিউডে আরেকটি নতুন ইতিহাসের সঙ্গে যুক্ত হবেন কিং খান।

বাংলাদেশ সময় ২১১৫, আগস্ট ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।