ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

সল্লু মিয়ার হ্যাট্রিক !

অনন্যা আশরাফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১১

সালমান খান এবার হ্যাট্রিক করছেন! না কোন খেলায় নয়, সালমান টানা তিন বছর ঈদ উপলক্ষে নিজের অভিনীত ছবি তার ভক্তদের উপহার দিচ্ছেন। বলিউডের এভারগ্রিন হিরো সালমান খান ২০০৯ সালে ‘ওয়ান্টেড’ এবং ২০১০ সালে ‘দাবাঙ’ ছবিটি ঈদ উপলক্ষে মুক্তি দিয়ে বক্স অফিসে তুমুল সাড়া জাগান।

সেই ধারাবাহিকতায় এই বছর আবারো তিনি  ঈদকে সামনে রেখে আগামী ৩১ আগষ্ট ‘বডিগার্ড’ ছবিটি মুক্তি দিচ্ছেন।

বলিউডের বোদ্ধাদের ধারনা, এই ছবিটিও বক্স অফিসে রেকর্ড সংখ্যক ব্যবসা করবে। ঈদের মতো একটি বড় উৎসবকে সামনে রেখে নতুন ছবির মুক্তির বিষয়টি সালমানের কাছেও বেশ আনন্দদায়ক। এ বিষয়ে সালমানের মন্তব্য, ইন্ডাষ্ট্রির অনেকেই ভাবছেন সালমান আর ঈদ একই সুতোয় গাঁথা। যদিও আমি তা মনে করি না। কেননা এবার ঈদ উৎসব ও গণপতি উতসব একই দিনে অনুষ্ঠিত হচ্ছে। হিন্দু-মুসলিম সবাই একসঙ্গে সমান তালে উৎসব করবে, এটা ভাবতেই আমার ভালো লাগছে। অবশ্য আমি মনে করি, উৎসবে মুক্তি পাচ্ছে বলেই ছবিটি দর্শকরা দেখবে তা ভাবা ভুল। কারণ ছবির প্রমোশনাল যদি দর্শকদের আকর্ষণ করতে না পারে, তাহলে নিশ্চয়ই তা দেখতে দর্শকরা হলগুলোতে ভিড় করবেন না। উৎসবে দর্শকরা মজার ছবি দেখতেই বেশি পছন্দ করেন। তাই আমার ছবির প্রমো যদি বিরক্তিকর হয় তবে ঈদ-গণপতি কিংবা দিওয়লি যে উৎসব-ই হোক দর্শকদের তা মোটেও আনন্দ দেবে না।

বডিগার্ড ছবিটির ভিন্নতা সম্পর্কে সালমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘অ্যাকশন, কমেডি আর মিউজিক সব মিলিয়েই ‘বডিগার্ড’। এটি এমন একটি সুন্দর প্রেমের কাহিনী, যা দর্শকরা আগে উপভোগ করেননি। তবে আমার অভিনীত ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবিটিকে যদি নিরীহ প্রেমের কাহিনী বলা হয়, তবে এই ছবিটিও তেমনি এক প্রেমের গল্প উপস্থাপন করবে।

এ ছবিতে সালমান তার নিজের চরিত্রটি সম্পর্কে আরো বলেন, যদি তুমি কারো প্রতি বিশ্বস্ত,  শ্রদ্ধাশীল ও আন্তরিক হও; তবে তুমি নিশ্চয়ই তার বডিগার্ডের সমতুল্য হবে। আর আমি যা নই তা নিয়ে নিশ্চয়ই কাজ করবো না।

কারিনা না ক্যাটরিনা কার বডিগার্ড হিসেবে নিজেকে দেখতে বেশি পছন্দ করেন? এই প্রশ্নের জবাবে সালমান হাসতে হাসতে বললেন, ‘আমিতো আসলে দুজনেরই বডিগার্ড। ’

সূত্র : ইন্ডিয়া টাইমস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।