ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ব্যাংক গঠন করলেন মোশাররফ করিম

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১১

অভিনয় করছেন অনেক দিন ধরে। অভিনয় জীবনের এই পর্যায়ে এসে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম একটি ব্যাংক গঠন করলেন।

তার সঙ্গে আরও আছেন অভিনেতা সাজু খাদেম ও আরফান। ব্যাংকের নাম লাভ ব্যাংক।

মোশারফ করিম জানিয়েছেন, এই ধরনের ব্যাংক আমাদের দেশে প্রথম। এই ব্যাংকের মাধ্যমে অসহায় এবং বিপদগ্রস্থ প্রেমিক-প্রেমিকাদের নানা ধরনের সাহায্য সহযোগিতা করা হবে। তাছাড়া প্রেমিক-প্রেমিকাদের জন্য আরও কিছু প্যাকেজ নিয়ে আসছে এই লাভ ব্যাংক।

পলাশ মাহবুবের রচনা ও মশিউর রহমান ফারুকের পরিচালনায় লাভ ব্যাংকের কার্যক্রম সম্পর্কে আরও জানা যাবে ঈদের দ্বিতীয় দিন রাত ৮ টা ৩০ মিনিটে। বৈশাখী টেলিভিশনের ঈদের অনুষ্ঠানমালায় প্রচারিত হবে লাভ ব্যাংক নাটকটি। মোশাররফ করিম, সাজু খাদেম, আরফান ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মীম, সীমানাসহ আরও অনেকে। নাটকটি বৈশাখী টেলিভিশনের নিজস্ব প্রযোজনায় নির্মিত হয়েছে।

বাংলাদেশ সময় ২২৩৫, আগস্ট ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।