ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

হাবিবা ইসলাম মিয়াজীর ঈদ অ্যালবাম ‘মৌ মাছি মৌ নারী’

সাগর মাহমুদ সোহেল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১১

আসছে ঈদকে সামনে রেখে অডিও বাজারে এসেছে হাবিবা ইসলাম মিয়াজী’র একক অ্যালবাম ‘মৌ মাছি মৌ নারী’। এই অ্যালবামে রয়েছে ব্যতিক্রমী জীবনমুখি ও আধুনিক ৮টি গান।

গানগুলোর সঙ্গীত পরিচালনা করেছেন রিজওয়ান সিদ্দিক। স্কাই মিউজিকের ব্যানারে এই অ্যালবামের মিডিয়া পার্টনার রেডিও এশিয়ান ইন্টারন্যাশনাল।

 হাবিবা ইসলাম মিয়াজী’র অ্যালবামটির বিভিন্ন গানের শিরোনাম হলো ‘জটলা বেধেঁছে’, ‘সাধের দেওরা’, ‘পৃথিবী আমাকে’, ‘ভালোবাসা পেতে পিপাসু’, ‘তুমি আছো নিঃশ্বাসে’, ‘কাটে না প্রহর’, ‘পরবাসে এসে পরবাসী’ ও ‘কেন তুমি বুঝলে না’। অ্যালবাম প্রসঙ্গে শিল্পী বলেন, যারা দেশে এবং বিদেশে আছেন তাদেরই অনেক স্মৃতি-বিস্মৃতি, স্বপ্ন নিয়ে এই গানগুলি গাওয়া। শ্রোতাদের ভালো লাগলেই আমার ক্ষুদ্র প্রয়াস সার্থক হবে। এই অ্যালবামটি বাংলাদেশের সকলকে উৎসর্গ করলাম।

প্রবাসী হাবিবা ইসলাম মিয়াজী একাধারে কন্ঠশিল্পী, কবি, গীতিকার, সুরকার এবং কথাশিল্পী। তাঁর লেখা ‘পিশাচের উলুধ্বনি’, ‘সমুদ্র আমার ভালোবাসা’, চন্দ্রিমার শেষ চিঠি’ উপন্যাস গুলি সুধীমহলে বেশ প্রসংশা লাভ করে। ‘মৌ মাছি মৌ নারী’ তার প্রথম একক অ্যালবাম।

বাংলাদেশ সময় ০১১৫, আগস্ট ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।