ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

কিং খানের সঙ্গে ঘনিষ্ঠতা ঢাকতে প্রিয়াঙ্কার কৌশল

অনন্যা আশরাফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১১

বলিউডের এই মুহূর্তের সবচেয়ে বড় গসিপ হলো শাহরুখ আর প্রিয়াঙ্কার ঘনিষ্ঠতা। এ মুহূর্তে যদিও তারা দুজনই লন্ডনে অবস্থান করছেন, কিন্তু তাদের ঘিরে বলিউডে মুখরোচক আলোচনার কমতি নেই ।

এদিকে লন্ডনে কিং খানের সঙ্গে ঘনিষ্ঠতা আড়াল করতে প্রিয়াঙ্কা চোপড়া আশ্রয় নিয়েছেন এক কৌশলের।

মিডিয়ার দৃষ্টি আকর্ষণের জন্য ব্রিটিশ গায়ক ও প্রযোজক জে সিনের সঙ্গে লন্ডনে ধুমসে মেলামেশা করছেন প্রিয়াঙ্কা  । কিন্তু লন্ডনে একই হোটেলে কিং খানের সঙ্গে পাশাপাশি রুমে অবস্থানের বিষয়টি তিনি গোপন রাখতে পারেন নি। জে সিনের সঙ্গে তার মেলামেশাকে তাই একধরণের আই ওয়াশ বলেই মনে করছেন অনেকে।

সম্প্রতি একটি শোতে অংশ নেওয়ার জন্য শাহরুখ খান লন্ডনে যান। একই সময় প্রিয়াংকা সেখানে গেছেন তার পরবর্তী ছবির শুটিংয়ের কাজে। কিং খানের সঙ্গে লন্ডনে প্রিয়াঙ্কাকে দেখা যায় একাধিক ডিনার পার্টিতে। নৈশভোজের সময়ও মিডিয়ার চোখে ধরা পড়েছে এই তারকা জুটির পরস্পরের প্রতি দুর্বলতা। তাদের দেখে মনে হয়েছে, একে অপরের সঙ্গ খুবই উপভোগ করছেন তারা।

অবশ্য প্রিয়াঙ্কা চোপড়া লন্ডনে অনেকটা সময় পাশাপাশি ছিলেন ব্রিটিশ সঙ্গীতশিল্পী ও প্রযোজক জে সিনের সঙ্গে। ঘটা করে তারা ফটোসেশনেও অংশ নেন। লন্ডনের একাধিক ট্যাবলয়েড পত্রিকায় তাদের অন্তরঙ্গ ছবি ছাপা হওয়ায় পাল্টে যায় হাওয়া। নতুন গুঞ্জন ছড়িয়ে পড়ে, শাহরুখের পরিবর্তে জে সিনের সঙ্গেই সম্পর্ক গড়ে তুলতে নাকি প্রিয়াঙ্কা বেশি মনোযোগী।

priyankaএই গুঞ্জন ছাই চাপা পড়ে যখন জানা যায়, শাহরুখ ও প্রিয়াঙ্কা কেবল এক শহরেই নয়; একই হোটেলে পাশাপাশি কক্ষে অবস্থান করছেন।

এদিকে প্রিয়াঙ্কার চোপড়ার সঙ্গে ঘনিষ্ঠতা সহজভাবে নিতে পারেননি শাহরুখের স্ত্রী গৌরি খান।  তাদের ২০ বছরের দাম্পত্য জীবনে এই নিয়ে ওঠে ঝড় । লন্ডন যাবার আগে কিং খানের কাছে এ বিষয়ে গৌরি প্রশ্ন তুলেছিলেন। তাদের পারিবারিক সূত্রে জানা যায়, এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক-বিতর্কও হয়েছে। এরপর থেকে শাহরুখ ধরা দিচ্ছেন না গৌরির কাছে। কাজের দোহাই দিয়ে বাইরে বাইরেই অবস্থান করছেন শাহরুখ।

শাহরুখের সঙ্গে সম্পর্ক ঢাকতে প্রিয়াঙ্কা লন্ডনে ঢাল হিসেবে জে সিনকে সামনে আনার  চেষ্টা করেছিলেন। মিডিয়ার কাছে এটি আই ওয়াশ হিসেবেই প্রমানিত হয়েছে।

সূত্র : ওয়েব

বাংলাদেশ সময় ১৯২৫, আগস্ট ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।