ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

জন আব্রাহামের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করলেন অসিন

অনন্যা আশরাফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১১

বলিউডের নামি নির্মাতা সাজিদ খান পরিচালিত ‘হাউজফুল ২‘ ছবিটিতে জন আব্রাহামের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন অসিন। জনের সঙ্গে কয়েকটি রোমান্টিক দৃশ্যে অভিনয়ের পর বিপাকে পড়ে গেছেন অসিন।

হিরোর সঙ্গে হিরোইনকে জড়িয়ে শোনা যাচ্ছে নানা কথা।

বিপাশা বসুর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর জন আব্রাহাম নতুন করে অসিনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলে গুঞ্জন উঠেছে বলিউডে । অসিন অবশ্য তা অস্বীকার করেছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘জন আমার খুব ভালো বন্ধু, এছাড়া আর কিছুই নয়। দুজন একসঙ্গে কাজ করলেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠবে, এধরণের চিন্তাভাবনা বিরক্তিকর। অন্য কো-আর্টিস্টদের মতোই হাউজফুল-২ ছবিতে আমি জনের সঙ্গে অভিনয় করেছি। ’

বিষয়টি পরিস্কার করে আসিন আরো বলেন, ‘আমার বিপরীতে অভিনয় করা সব হিরোদের সঙ্গেই আমি বন্ধু মনোভাব নিয়েই কাজ করি। আর অনেকের সঙ্গেই কাজ করা হয় তাই বলে অনেকের সঙ্গেই আমার প্রেম গড়ে উঠবে তা ভাবা অবান্তর। তবে জন আব্রাহাম কেবল আমার সহ-অভিনেতাই নয়, সে আমার একজন খুব ভাল বন্ধু। জনের মতোই আমি অক্ষয়, রিতেশ ও রণবীর কাপুরের সঙ্গেও সময় কাটাতে পছন্দ করি। তার মানে এই নয় যে, সবার সঙ্গে প্রেম করছি। ’

বাংলাদেশ সময় ১৫৩৫, আগস্ট ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।