ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

মাতৃত্ব ঐশ্বরিয়াকে করে তুলেছে আরো সুন্দরী

অনন্যা আশরাফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১১

ঐশ্বরিয়া রাই বচ্চনের সৌন্দর্য্যরে কথা নতুন করে কিছ বলার নেই। সন্তান গর্ভধারণের ছয় মাসের পূর্ণতায় এই বিশ্ব সুন্দরীর সৌন্দর্য যেন আরো খানিকটা বেড়ে গেছে।

সম্প্রতি ব্যাংককে একটি বিউটি প্রোডাক্টের শুটিংয়ে অংশ নেন ঐশ্বরিয়া । শুটিংয়ে উপস্থিত দর্শকেরা ঐশ্বরিয়ার এই নতুন সৌন্দর্যে এতটাই মুগ্ধ হয়েছেন যে তাদের নজর কেবল তার দিকেই আটকে ছিলো। কেউ কেউ মন্তব্যও করেন যে, মাতৃত্ব ঐশ্বরিয়াকে করে তুলেছে আরো সুন্দরী।

মেক-আপ শিল্পী মিকি কনট্রেক্টর ব্যাংককের শুটিং স্পটে ছিলেন। তিনি ঐশ্বরিয়া সম্পর্কে বলেন, ‘ব্যাংককের শুটিংয়ে ঐশ্বরিয়াকে অসম্ভব সুন্দর দেখাচ্ছিল। ঝলমলে,উদ্ব্যমী এবং কাজ নিয়ে বেশ উত্তেজিত দেখাচ্ছিল তাকে। তার সঙ্গে কাজ করাটা অবশ্য সবসময়ই খুব আনন্দের’।

ডিজাইনার মানিশ মালহোত্রাও তার সঙ্গে একমত হয়ে বলেন, ‘ঐশ্বরিয়াকে সত্যিই ভীষণ সুন্দর লাগছিল। তার মধ্যে বিন্দু পরিমাণ ক্লান্তি বা অবসাদের ছোঁয়া দেখি নি’।

প্রেগনেন্সির ছয় মাস পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে ঐশ্বরিয়ার রূপের ছটা আরো বেড়ে গেছে বলে অনেকেই মন্তব্য করেছেন। যদিও শারিরীকভাব খানিকটা নাজুক অবস্থায় রয়েছেন তিনি। সন্তান সম্ভবা এই অভিনেত্রী অসুস্থতা পাশ কাটিয়ে ব্যাংককে সময়মত শুটিংয়ে যোগ দিয়ে তার পেশাদার মনোভাবের পরিচয় দিয়েছেন। শুটিং শেষে ঐশ্বরিয়া স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন।

বাংলাদেশ সময় ০২২৫, আগস্ট ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।