ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বাবুর সঙ্গে কুসুম বেঁধেছেন জুটি

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, আগস্ট ৮, ২০১১

ফজলুর রহমান বাবু ও কুসুম সিকদার এক সঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। কিন্তু কোন নাটকে তাদের জুটি বেঁধে অভিনয় কাজ করা হয়নি।

এই প্রথম একটি নাটকে জুটি হলেন তারা। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘কাকতালীয়’ নামে একটি একক নাটকে দেখা যাবে তাদের।

গোলাম রাব্বানীর রচনায় নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন এম এস রানা, রবিউল ইসলাম জীবন, মাহবুবুল আলম পল্লব, রিফাত চৌধুরী, ওনি প্রমুখ। সম্প্রতি ঢাকার উত্তরা এবং বসুন্ধরা আবাসিক এলাকার বিভিন্ন জায়গায়।

একটি পত্রিকা অফিসের কমপিউটার কম্পোজার। প্রতিদিনই তিনি নানা গল্প উপন্যাস কম্পোজ করেন। হঠাৎ একটি গল্পের সঙ্গে তার জীবনের মিল পান। একেবারে হুবহু সব কিছু মিলে যায়। পরে এই কম্পোজার গল্পের লেখকের সন্ধানে বের হন। এরকম একটি গল্প নিয়েই নাটকটি নির্মাণ হয়েছে। পরিচালক জানিয়েছেন শিগগিরই যে কোন একটি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে।

বাংলাদেশ সময় ২০২০, আগস্ট ০৮,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।