ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

দূর্ঘটনায় আহত মিস্টার বিন

অনন্যা আশরাফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, আগস্ট ৫, ২০১১

‘মিস্টার বিন’ খ্যাত কমেডি অভিনেতা রোয়ান অ্যাটকিনসন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তিনি কাঁধে আঘাত পেয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।

চিকিৎসকরা জানিয়েছেন এই আঘাত গুরুতর কিছু নয়।

অভিনেতা রোয়ান অ্যাটকিনসন লন্ডনের ক্যামব্রিজশায়ারে তার ম্যাকলারেন এফ-১ মডেলের গাড়িতে করে যাচ্ছিলেন। তিনি নিজেই গাড়ি ড্রাইভ করছিলেন। ৪ আগস্ট বৃহস্পতিবার রাত আটটায় দিকে গাড়িটি হাডনে পৌঁছার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এরপর গাড়িটি উল্টে গিয়ে একটি ল্যাম্প-পোস্টের সঙ্গে লাগে এবং গাড়িতে আগুন ধরে যায়।

রোয়ান অ্যাটকিনসন অবশ্য নিরাপদেই গাড়ি থেকে বেরিয়ে আসেন। ক্যামব্রিজশায়ার ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের অ্যাম্বুলেন্স এসে তাকে পিটারবার্গ সিটি হাসপাতালে পৌঁছে দেয়। দূর্ঘটনায় অ্যাটকিনসন ঘাড়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন। এছাড়াও কনুই ও হাঁটুতেও তিনি চোট পেয়েছেন। তবে এসব আঘাত মারাত্মক কিছু নয় বলে জানিয়েছে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা।

বাংলাদেশ সময় ১৭৩০, আগস্ট ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।