ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

জার্মানিতে সড়ক দুর্ঘটনায় আহত অপি করিম

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, জুলাই ৩১, ২০১১

দেশের জনপ্রিয় অভিনেত্রী অপি করিম জার্মানিতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। ল্যান্ডসকেপ আর্কিটেকচারের উপর উচ্চতর শিক্ষার জন্য তিনি বর্তমানে জার্মানির বার্লিনে অবস্থান করছেন।

গত ২৯ জুলাই শুক্রবার ঘটে যাওয়া এই সড়ক দুর্ঘটনায় অপি করিম অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

অপি করিমের এই দূর্ঘটনার সংবাদ জানা যায় ফেসবুকে দেওয়া তার স্ট্যাটাসের মাধ্যমে। ফেস বুকের স্ট্যাটাসে তিনি জানান, ইউনিভার্সিটির ক্লাস শেষে অন্যদিনের মতোই সাইকেল চালিয়ে বাসায় ফিরছিলাম। একটি ঢালু রাস্তা থেকে নামতে গিয়ে খেয়াল করলাম সাইকেলের ব্রেক মোটেও কাজ করছে না। কোনোভাবেই ব্যালেন্স ঠিক রাখতে পারলম না। সাইকেল থেকে ছিটকে একেবারে রাস্তায় পড়ে যায়। ভাগ্য ভালো রেড সিগন্যালের কারণে রাস্তার গাড়িগুলো তখন থেমে ছিল। এই সময় রাস্তাটিতে বড় বড় ট্রাক আর লরি চলে। তখন সেগুলো ছিল না। তা নাহলে প্রাণ বাঁচতো কিনা সন্দেহ।

apee

এ বিষয়ে বাংলানিউজ অপি করিমের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তারা দুর্ঘটনার কথাটি সত্য বলে জানান। অপি করিমের মা জানান, দুর্ঘটনার পরই অপি পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানিয়েছে। হাসাপাতালে চিকিৎসা গ্রহণের পর বর্তমানে তিনি বাসায় চিকিৎসকের তত্বাবধানে বিশ্রামে আছেন।

সড়ক দুর্ঘটনায় অপি করিম মুখ, হাত ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন বলে জানা গেছে। হাতের কনুই আর হাঁটুতে তিনি সাংঘাতিক চোট পেয়েছেন। আগামী দুই সপ্তাহ ডাক্তার তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় আঘাত পাওয়ার পর থেকে অপি করিম দেশে ফেরার জন্য অস্থীর হয়ে উঠেছেন। কিন্তু ডাক্তারের অনুমতি না পাওয়ায় আপাতত জার্মানিতেই তাকে থাকতে হচ্ছে। সপ্তাহ দুয়েক পর সুস্থ হয়ে উঠলে অপি করিম দেশে ফিরবেন।

বাংলাদেশ সময় ১৮১৫, জুলাই ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।