ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

আরটিভিতে বিয়ে নিয়ে অনুষ্ঠান ব্রাইডল শো

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০১১

সাধারণত আমাদের দেশের টিভি চ্যানেলে বিয়ে নিয়ে উল্ল্যেখযোগ্য কোন অনুষ্ঠান নেই। বিয়ের যাবতীয় খুঁটিনাটি বিষয় নিয়ে আরটিভি এবার আয়োজন করেছে অনুষ্ঠান ‘ব্রাইডল শো’।

শারমিন লাকি’র উপস্থাপনায় অনুষ্ঠানটি এরই মধ্যে জনপ্রিয়তা পেয়েছে।

বর কনে দেখা থেকে শুরু করে বিয়ের পূর্বের প্রিপারেশন, বিয়ের আংটি (এনগেজমেন্ট), বিয়ের কেনাকাটা,কোথায় কী কী পাওয়া যায়, হলুদ সন্ধ্যার আয়োজন, হলুদের কেনাকাটা, বিয়ের সাজ, পোশাক, গহনা, মেকআপ, বিয়ের যাবতীয় অনুষ্ঠানের ছবি ও ভিডিও ধারণ, বিয়ের আমন্ত্রণপত্র তৈরি ও বিতরণ, বিয়ের দেনমোহর, স্বাক্ষী, উকিল, রেজিস্ট্রেশন, বিয়ের অনুষ্ঠান কোথায় কোথায় হতে পরে: যোগাযোগ ও খরচ, বিয়ের গাড়ি, বাসরঘর সাজানো, দেশীয় বিয়ের বিভিন্ন রীতিনীতি (একটি প্যাকেজ), তারকাদের বিয়ে (একটি প্যাকেজ), সনাতন বিয়ের রীতিনীতি (মুসলিম বিয়ে, হিন্দু বিয়ে ও অন্যান্য বিয়ের নিয়মকানুন),বিশ্বের বিভিন্ন দেশের বিয়ের আয়োজন (একটি প্যাকেজ) কনেকে ঘরে নেওয়ার যাবতীয় বিষয় থাকছে এ অনুষ্ঠানে।

শাহরিয়ার ইসলামের প্রযোজনায় ‘ব্রাইডাল শো’ অনুষ্ঠানটি প্রতি সোমবার রাত ৯ টা ৫০ মিনিটে আরটিভিতে প্রচারিত হচ্ছে।

বাংলাদেশ সময় ০০৪০, জুলাই ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।