ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

লিপস্টিকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর রিকি মার্টিন ও নিকি মিনাজ

অনন্যা আশরাফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১১

বিশ্বখ্যাত গায়ক রিকি মার্টিন ও নিকি মিনাজ সম্প্রতি ‘ম্যাক ভিভা গ্ল্যাম লিপস্টিক’ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তাদের নামেই এই আকর্ষণীয় লিপস্টিক বাজারে ছাড়া হচ্ছে।

মার্টিন ও মিনাজের নামের সঙ্গে মিলিয়ে ব্র্যান্ডটির নামকরন করা হবে ‘ভিভা গ্ল্যাম রিকি’ ও ‘ভিভা গ্ল্যাম নিকি’।

এই ব্র্যান্ড লিপস্টিকের প্রচারের জন্য ফ্যাশন ফটোগ্রাফার ডেভিড লা চ্যাপেলে তাদের নিয়ে শিগগিরই মিয়ামিতে একটি ফটোশ্যুট করবেন।

গ্ল্যাম ভিভা ব্র্যান্ডটির অ্যাম্বাসেডর হিসেবে এর আগে কাজ করেছেন লেডি গাগা, লিল কিম, মিসি ইলিয়ট, ইভ, মেরি জে ব্লিজ,ক্রিষ্টিনা অ্যাগুলেরা ও ফারগির মতো নামি সেলিব্রেটিরা।

বিখ্যাত গায়িকা লেডি গাগা এ নিয়ে মন্তব্য করেছেন, আমি আশা করছি মার্টিন ও মিনাজের নামে বাজারে ছাড়ার পর এই বিউটি প্রডাক্টের লভ্যাংশ এইচআইভি এবং এইডসের প্রতিরোধের কাজে ব্যয় করা হবে।

বাংলাদেশ সময় ০১৫০, জুলাই ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।