ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

এবার ইবরার টিপুর বিরুদ্ধে সুর নকলের অভিযোগ

জাবেদ ইকবাল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১১

এই সময়ের একাধিক সঙ্গীত পরিচালকের বিরুদ্ধে ইদানিং শোনা যাচ্ছে সুর নকলের অভিযোগ। জনপ্রিয় হিন্দি বা তামিল গানের সুর হুবহু অনুকরণ করে তারা তৈরি করছেন গান।

বিভিন্ন অ্যালবামে সেসব গান নিজের সুর করা গান বলে চালিয়ে দিচ্ছেন। এই অভিযোগের তালিকায় যোগ হয়েছে সুপরিচিত সঙ্গীত পরিচালক ইবরার টিপুর নাম ।

দেশের  বেশ কজন সঙ্গীতবোদ্ধা এবার সুর নকলের অভিযোগ তুলেছেন ইবরার টিপুর বিরুদ্ধে। গত জুনমাসের প্রথম সপ্তাহে মুক্তি পায় ইবরার টিপুর নিজের সুরে নিজের গাওয়া গান নিয়ে একক অ্যালবাম ‘চাই তোমায়‘। এ অ্যালবামের ‘হৃদয়ের শূণ্যতা’ গানটির সঙ্গে  হিন্দি সিনেমা ‘ওয়ান্স আপন এ টাইম’ এর ‘পিলু’ শীর্ষক গানটির সুরের হুবহু মিল রয়েছে।

এ প্রসঙ্গে ফোনে ইবরার টিপুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি গানটি তৈরি করেছি প্রায় তিন বছর আগে। আর ওই ছবিটি মুক্তি পেয়েছে এক বছর আগে। তাহলে কে কপি করেছে !’ বাংলানিউজ প্রশ্ন তোলে, ‘চাই তোমার’ অ্যালবামটি তো মুক্তি পেয়েছে কয়েকমাস আগে। প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে ইবরার টিপু বলেন, ‘এখন আপনি, যা বুঝার বুঝে নিন’।

উল্লেখ্য , ২০১০ সালে মিলন লুথানিয়ার মুক্তি পাওয়া ‘ওয়ান্স আপন এ টাইম’ ছবির পিলু গানটি বেশ জনপ্রিয়তা পায়। এমনকি এই ছবিটিও বক্স অফিসে ঝড় তুলে।

বাংলাদেশ সময় ২০৪৫, জুলাই ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।