ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

কারিনা কাপুর ও ইমরান খান এবারের ভ্যালেনটাইন জুটি

অনন্যা আশরাফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১১

আগামী ভ্যালেনটাইন ডে’তে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর এবং হালের ক্রেজ ইমরান খানকে একসঙ্গে দেখা যাবে। নাহ কোনো রেষ্টুরেন্ট কিংবা পার্কে নয়, এই জুটিকে প্রথমবারের মত দেখা যাবে ‘শর্ট টারম শাদি’ ছবিটিতে একসঙ্গে অভিনয় করতে।

ছবিটি আগামী বছর ১৪ ফেব্রুয়ারি ভ্যালেনটাইন ডে’তে মুক্তি পাবে বলে ঘোষণা দিয়েছেন প্রযোজক করণ যোহর।

প্রযোজক করণ যোহরের মতে, প্রেম-রোমান্সে ভরপুর ‘শর্ট টারম শাদি’ ছবিটি মুক্তির জন্য ১৪ ফেব্রুয়ারি ভ্যালেনটাইন ডে হচ্ছে সবচেয়ে উপযুক্ত সময়। ছবিটির একটি অংশ শুটিং হয়েছে লস্ ভেগাসে। এছাড়া মুম্বাইতেও ছবিটির কিছু অংশের শুটিং হয়।

সুপারস্টার আমির খানের ভাগ্নে বলিউডের নতুন সম্ভাবনা ইমরান খান বর্তমানে সহধর্মিনী আবান্তিকার সঙ্গে হানিমুনে মজার সময় কাটাচ্ছেন। হানিমুন শেষে সেপ্টেম্বরে তিনি ‘শর্ট টারম শাদি’ ছবিটির শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন।

কারিনা কাপুর এবং ইমরান খানকে পর্দায় একসঙ্গে দেখার আগ্রহ দর্শকদের বরাবরই ছিল,  যা এবার সত্যি হচ্ছে। এই জুটি কতটুকু দর্শকপ্রিয়তা পায়, তাই এবার দেখার বিষয়।

বাংলাদেশ সময় ২২৪০, জুলাই ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।