ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

মহানায়কের মহাপ্রয়াণ দিবস আজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১১

উত্তম কুমার। কোটি ভক্তের হৃদয় আকুল করা একটি নাম।

বাংলা সিনেমা জগতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নায়ক। কালোত্তীর্ণ এক অভিনেতা।  ১৯৮০ সালের ২৪ জুলাই মাত্র ৫৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।

১৯২৬ সালে কোলকাতার ভবানিপুরে অরুণ কুমার নামে যে শিশুটি চ্যাটার্জি পরিবারে জন্ম নিয়েছিলো সেই একসময় হয়ে উঠলো সমগ্র বাঙ্গালি জাতির গর্বের প্রতীক।

১৯৪৮-এ সিনেমায় অভিষেক `দৃষ্টিদান` ছবি দিয়ে। শুরুতেই হিট। এরপর একের পর এক জনপ্রিয়... দর্শক নন্দিত.. অসাধারণ সব ছবি উপহার দিয়ে বাংলা চলচ্চিত্র জগতকে সমৃদ্ধ করে গেছেন। বাংলা সিনেমার আরেক কিংবদন্তী সুচিত্রা সেনের সাথে জুটি বেঁধে সৃষ্টি করেছেন এক অনন্য ইতিহাস। পথে হলো দেরি, চাওয়া পাওয়া, হারানো সুর.. সব অনবদ্য প্রেমের ছবির উদাহরণ।  
আরেক জনপ্রিয় অভিনেত্রী সুপ্রিয়া দেবীর সাথে বিয়ে হলেও পর্দায় সুচিত্রা সেনের সাথে তার রোমান্স নিয়ে গল্পের অন্ত ছিলো না।
সত্যজিৎ রায়ের ছবি নায়ক ও গোয়েন্দা কাহিনী, চিড়িয়াখানা উত্তম কুমারকে তারকালোকে স্থান করে দেয়। তিনি হয়ে ওঠেন মহানায়ক।

এদিকে মুম্বাইয়ে হিন্দি ফিল্মে উত্তম কুমার অভিনীত ছোটি সি মুলাকাত বক্স অফিস কাঁপায়।   অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনায়ও নাম করেন এই মহানায়ক।

আজ এই মহানায়কের মহাপ্রয়ান দিবস। ১৯৮০ সালে মাত্র ৫৩ বছর বয়সে বড় অসময়ে কোটি ভক্তকে কাঁদিয়ে অনন্তলোকে পাড়ি জমান উত্তম কুমার। এই দিনে তাকে স্মরণ করছি সকল শ্রদ্ধা ও ভালোবাসায়।

বাংলাদেশ সময় ০১১৫, জুলাই ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।