ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ব্রিটনির ফিরে আসার লড়াই

অনন্যা আশরাফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১১

ব্রিটনি স্পেয়ার্স, বিশ্ব কাঁপানো সঙ্গীত-তারকা। সাম্প্রতিক সময়ে তার মধ্যে আগের সেই দুর্বার গতি খুঁজে পাওয়া যাচ্ছে না।

প্রেম-বিয়ে-সংসার নিয়ে স্ক্যান্ডাল আর মাদকাসক্তি তাকে ঠেলে দেয় পেছনের সারিতে। ওয়ার্ল্ড মিউজিকে শাকিরা, লেডি গাগা, রিহানা আর কেটি পেরি তৈরি করেন ক্রেজ। এ অবস্থায় ব্রিটনি আবার ক্যারিয়ারের প্রতি মনোযোগী হয়ে উঠেছেন ।

ব্রিটনি স্পেয়াসর্ নতুন করে আলোড়ন তুলেছেন ‘হোল্ড ইট এ্যাগনেস্ট মি’ গানটির মাধ্যমে। সঙ্গীত জগতে ফিরে এসেছেন তিনি তার সপ্তম অ্যালবাম ‘ফেমে ফ্যাটালে’ নিয়ে। ব্রিটনি তার সপ্তম অ্যালবামটির প্রচারণা শুরু করেন লাস ভেগাসের একটি নাইটক্লাব থেকে। অ্যালবামটির মাধ্যমে প্রায় একদশক পর বাজারে ফিরলেন ২৯ বছর বয়সী এই সঙ্গীত ও নৃত্য তারকা।

গাগা-রিহানা থেকে খানিকটা পিছিয়ে থেকেই ব্রিটনি স্পেয়ার্স নতুন অ্যালবামটির মাধ্যমে তার ফিরে আসার লড়াই শুরু করলেন। ‘ফেমে ফ্যাটালে’ অ্যালবামটি তৈরির জন্য  প্রায় দুই বছর সময় ব্যয় করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্রিটনি স্পেয়ার্স বলেছেন, এ পর্যন্ত আমার যতো অ্যালবাম বের হয়েছে তার মধ্যে এটিই সেরা। অনেক যত্ন নিয়ে কাজটি করেছি আমি।

বাংলাদেশ সময় ২২১৫, জুলাই ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।