ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

‘ছেলেটি’ ছবির শুটিং শেষ

জাবেদ ইকবাল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, জুলাই ২২, ২০১১

চলচ্চিত্র নির্মাতা সামিয়া জামানের পরিচালনায় সরকারী অনুদানপ্রাপ্ত ছবি ‘ছেলেটি’ এর শুটিং শেষ হয়েছে। গত ২১ জুলাই বৃহস্পতিবার রাজধানীর উত্তরায়  এই ছবির শেষ অংশের দৃশ্য ধারণ করা হয়।

গত কয়েক মাস ধরে ‘ছেলেটি’ দৃশ্যধারণ করা হয় ঢাকার শহরের বিভিন্ন জায়গা, এফডিসি,  আশুলিয়া, গাজীপুরের হোতাপাড়া ও ব্রাহ্মণবাড়িয়ায় ।

ছবির পরিচালক সামিয়া জামান বাংলানিউজকে জানান, ছবির শুটিংয়ের কাজ পুরোপুরোই সম্পন্ন হয়েছে। কয়েক দিন পর আমরা ছবির অন্যান্য কাজগুলো শুরু করব।

অপরাধ ভিত্তিক গল্প নিয়ে নির্মিত ‘ছেলেটি’ ছবিতে দেখা যাবে, গ্রামের ছোট এক ছেলে পালিয়ে ঢাকা শহরে চলে আসে। অসৎ সঙ্গে পড়ে সে নানারকম অপরাধ করতে থাকে। একপর্যায়ে ভয়ংকর অপরাধী চক্রের সঙ্গে সে জড়িয়ে যায়।   এরপর জড়িয়ে পড়ে ।
ছবিতে একজন অবসরপ্রাপ্ত ব্যারিস্টারের চরিত্রে অভিনয় করছেন নায়করাজ রাজ্জাক। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করছেন শর্মিলী আহমেদ। এই ছবির মাধ্যমে প্রথমবারের মত চলচ্চিত্রে অভিষেক হচ্ছে  লাক্স চ্যানেল আই তারকা ফারিয়ার। ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অঙ্কন, মিশা সওদাঘর, মোস্তফা প্রকাশসহ অনেকে।

ভারসা মিডিয়া এবং ইমপ্রেস টেলিফিল্মের যৌথ প্রযোজনায় ছবিটি আগামী বছরের প্রথমদিকে মুক্তি পাবে বলে পরিচালক সূত্রে জানা যায়।

বাংলাদেশ সময় ১৮১৫, জুলাই ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।