ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

মিথ্যা তুমি দশ পিঁপড়া : নাগরিক ও নগরের গল্প

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১১

মেজবাউর রহমান সুমন ও শিবু কুমার শীল-এর রচনা এবং মেজবাউর রহমান সুমনের পরিচালনায় ‘মিথ্যা তুমি দশ পিঁপড়া’ নাটকটি বাংলাভিশনে প্রচার হচ্ছে প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, আনিসুর রহমান মিলন, পার্থ বড়ুয়া, তানিয়া আহমেদ, নওশীন, সাবেরী আলম, তানিয়া হোসেইন, তুহিন, আহমেদ রুবেল, মনির হোসেন, সৌখিন, প্রিমা, সব্যসাচী হাজরা, কল্যাণ, ইকবাল, টুটুল, রিফাত চৌধুরী, এস.এম মহসিন, শাহাদাৎ হোসেন, আনোয়ার প্রমুখ।

 

নাগরিক ও নগরের গল্প নিয়ে ‘মিথ্যা তুমি দশ পিঁপড়া’ নাটকটির কাহিনী গড়ে উঠেছে। এ নাটকেরপ্রতিটি চরিত্র এক একটি দ্বীপের মতো আলাদা অথচ কখনও কখনও অন্তমিল খুজে পাওয়া যায়। প্রতিটি চরিত্রের কথা বলার ভঙ্গি গঠন ও গড়ন আলাদা হলেও এই দশজন প্রধান চরিত্রই একটি জায়গায় খুবই এক। আর তা হলো তারা মিথ্যা কথা বলে। কেউ কারণে বলে, কেউ অকারণে বলে। ‘যা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বই সত্য বলিব না’ -চরিত্রগুলি এরকম পণ করেছে বলে মনে হবে। আসলে এই বর্তমান সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে মিথ্যা যেন আমাদের অভ্যস্থতায় দাঁড়িয়ে গেছে। আনন্দ বেদনার কাব্য মিশ্রিত এই নাটকের গল্পের আনাচে কানাচে দানা বেধে উঠবে প্রত্যেকের নিজস্ব আলাদ আলাদ জগৎ। সত্য নাকি মিথ্যা- এই নিয়ে বিভিন্ন ঘটনার গতিময়তার মধ্যদিয়ে নাটকটির কাহিনী এগিয়ে যায়।

বাংলাদেশ সময় ১৯৪৫, জুলাই ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।