ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

জাতীয় মূকাভিনয় সম্মেলন

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০১১

সারাদেশের মূকাভিনয় চর্চার সমন্বিত সংগঠন ‘বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশান’-এর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২২ জুলাই জাতীয় নাট্যশালায় । এই দিন সকাল ১০টায় জাতীয় নাট্য শালার সেমিনার কক্ষে সারা দেশের মূকাভিনয়শিল্পী ও সংগঠনের উপস্থিতিতে এই সম্মেলনের উদ্বোধন হবে।

 

জাতীয় মূকাভিনয় সম্মেলন উপলক্ষে ২২ জুলাই বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে একটি সেমিনার । এতে প্রবন্ধ পাঠ করবেন ভারতের সুনাম ধন্য মূকাভিনয় শিল্পী শ্রী রণেন চক্রবর্তী। মূকাভিনয় ফেডারেশানের আমন্ত্রনে তিনি ঢাকায় আসছেন। এছাড়া আগামী ২৩ ও ২৪ জুলাই দুইদিন নাট্যশালার মহড়া কক্ষে মহৃকাভিনয় কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় প্রশিক্ষন দেবেন শ্রী রণেন চত্রক্রবর্তী।

সম্মেলনের উ™ে^াধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আইটিআই সভাপতি নাট্যজন রামেন্দু মজুমদার। উ™ে^াধন করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী। এছাড়াও উপস্থিত থাকবেন চট্রগ্রাম প্যান্টোমাইম মুভমেন্টের প্রধান রিজোয়ান রাজন সহ মূকাভিনয় ফেডারেশানের সকল আহবায়ক।    বিকেলের সেমিনারে আলোচক থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাট্যজন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক   ড. আফসার আহমদ এবং আরো অনেকে।

সম্মেলনের অন্যতম সমন্বয় নিথর মাহবুব বলেন, ২০১০ সালে চট্রগ্রামে প্যান্টোমাইম মুভমেন্ট পত্রিকা আয়োজিত মূকাভিনয় সম্মেলনে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশান গঠিত হয়। এবারের সম্মেলনের মধ্য দিয়ে এই সংগঠনটি পূর্ণাঙ্গ রূপ লাভ করবে। তখন  আট সদস্যের একটি আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। এবার একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন হবে। ইতি মধ্যে মূকাভিনয় ফেডারেশান সারা দেশে নিয়মিত মূকাভিনয় চর্চা ও সুষ্ঠ সংস্কৃতি বিনির্মাণে প্রদর্শনী, কর্মশালা ও উৎসবের আয়োজন করেছে। আমাদের ইচ্ছে ছিল চারদিনব্যাপী আযোজন করব এবং আয়োজনে প্রতিদিন মূকাভিনয় প্রদর্শনী থাকবে। কিন্তু নাট্যশালায় উৎসব ও নানা অনুষ্ঠানের চাপ থাকায় হল বরাদ্দ পাওয়ায় যায়নি। তাই আয়োজন সীমিত করা হয়েছে। তবে পরবর্তিতে আমরা আরো ব্যাপক আকারে উৎসব করব।   আশা করছি এবারের সম্মেলনের মাধ্যমে ঢাকায় মূকাভিনয় চর্চা প্রান ফিরে পাবে।

বাংলাদেশ সময় ১৮১০, জুলাই ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।