ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

দিল্লি বেলি‘র সিক্যুয়েলে একসঙ্গে মামা-ভাগ্নে

অনন্যা আশরাফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, জুলাই ১৪, ২০১১

আইটেম বয় হিসেবে আমির খান ‘দিল্লি বেলি’ ছবিতে ভক্তদের চমক লাগিয়ে দিয়েছেন। তিনি আগে থেকেই ঠিক করেছিলেন ছবিটি হিট করলে দ্বিতীয়বার ছবিটিকে নিয়ে কাজ করবেন।

‘দিল্লি বেলি’ ছবির সুপারহিট সাফল্যের পর মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান ছবিটির সিক্যুয়েল নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন।

‘দিল্লি বেলি’ ছবিটিতে ভাগ্নে ইমরান খানকে মূল চরিত্রে রেখে তিনি তরুণদের জন্য ভিন্ন ধরনের কাহিনী উপহার দিয়েছেন। আমির খানকে আইটেম বয় হিসেবে পেলেও ছবিটিতে তার উপস্থিতি ভক্তরা মিস করেছেন। তাই ভক্তদের জন্যে এবার সুখবর হলো মামা-ভাগ্নেকে এবার একসঙ্গে দেখা যাবে ছবিটির সিক্যুয়েলে।

এই প্রথম মামা আমির খান আর ভাগ্নে ইমরান খান ‘দিল্লি বেলি’-এর সিক্যুয়েলে পাশাপাশি অভিনয় করছেন। ছবিটি পরিচালনার দায়িত্ব আমির খান তার সহধর্মিনী কিরন রাওকে দিয়েছেন। জনপ্রিয় আইটেম গানটি নামানুসারে তিনি ’দিল্লি বেলি’ ছবিটির সিক্যুয়েলটির নাম রেখেছেন ‘ডিস্কো ফাইটার’।

প্রথম ছবিটির মত সিক্যুয়েলটির সাফল্য নিশ্চিতভাবে আশা করছেন আমিরের ভক্তরা।

বাংলাদেশ সময় ১৯৫০, জুলাই ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।