ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

কে হতে চায় কোটিপতি’র প্রচার শুরু

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১১

পর্দা উঠছে রবি নিবেদিত ‘কে হতে চায় কোটিপতি’-এর। বিশ্বখ্যাত রিয়েলিটি শো ‘হু ওয়ান্টস টু বি এ মিলিওনেয়ার’ এর বাংলাদেশের সংস্করন ‘কে হতে চায় কোটিপতি’-এর প্রথম পর্ব প্রচারিত হচ্ছে ১০ জুলাই রবিবার।

সপ্তাহের প্রতি রবি, সোম এবং মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে এ অনুষ্ঠান দেখা যাবে দেশ টিভিতে।

আসাদুজ্জামান নূরের উপস্থাপনায় এই অনুষ্ঠান প্রচারের মাধ্যমে বাংলাদেশের টেলিভিশন জগতে সুচনা হচ্ছে এক নতুন ইতিহাস। এ প্রসঙ্গে অনুষ্ঠানের সঞ্চালক আসাদুজ্জামান নূর বলেন, আমার বিশ্বাস বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই টিভি গেম শো শুধু দেশ টিভি নয়, বাংলাদেশের ব্রডকাস্ট মিডিয়ার উন্নয়নে বিশাল ভূমিকা রাখবে। মেধা আর বুদ্ধির এই খেলা মানুষকে জ্ঞান চর্চার প্রতি আগ্রহী করে তুলবে।
 
রবি নিবেদিত এই মহা আয়োজন পুরোপুরি সফল করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে দেশ টিভি, ডেলটা বে আর রেড ডট।

সারা বিশ্বে ‘কে হতে চায় কোটিপতি’ একটি সফল মেধা ভিত্তিক তথ্য ও বিনোদনমুলক টিভি অনুষ্ঠান। এই রিয়েলিটি শোতে যে কোন প্রতিযোগী টানা ১৫ টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে জিতে নিতে পারেন কোটি টাকা। অনুষ্ঠানটি বিশ্ব জুড়ে বিজ্ঞান সম্মত বুদ্ধিপমত্তা পরীক্ষার  অনুষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে।

এই অনুষ্ঠানটি ১৯৯৪ সালে ৪ সেপ্টেম্বর প্রথম টেলিভিশনে প্রচারিত হয় এই অনুষ্ঠান। তখন থেকে এখন পর্যন্ত অনুষ্ঠানটি বিশ্বে ১১৬টির বেশি দেশে নির্মিত ও প্রদর্শিত হচ্ছে।

‘কে হতে চায় কোটিপতি’র প্রতি পর্বে টান টান উত্তেজনা ভরা প্রতিটি পর্বে প্রতিযোগীরা নাটকীয় অনিশ্চয়তা উত্তেজনাকর সংকটের মুখোমুখি হবে।

বাংলাদেশ সময় ২৩১৫, জুলাই ০৯,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।