ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

টার্মিনালের জুটি হিল্লোল মৌসুমী

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, জুলাই ৮, ২০১১

এনটিভিতে প্রতি সোম, মঙ্গল ও বুধবার শফিকুর রহমান শান্তানু র রচনা ও সকাল আহমাদের পরিচালনায় প্রচার হচ্ছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘টার্মিনাল’। এই ধারাবাহিকে প্রথমবারের মত জুটি হয়ে কাজ করলেন হিল্লোল ও লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০১০-এর অন্যতম তারকা মৌসুমী হায়দার।



এতে দেখা যাবে ড. ইনামুল হক একজন ধনাঢ্য কিন্তু কৃপণ ব্যক্তি। তার একমাত্র ছেলে হিল্লোল। পড়ালেখা শেষ করে একটা ব্যাবসা শুরু করতে চায় কৃপন বাবার কাছথেকে কোন প্রকার আর্থিক সহায়তা পায় না সে। তাই বন্ধু পিয়ালকে নিয়ে প্ল্যান করে বাবার সিন্দুক ডাকাতি করবার। কিন্তু প্রেমিকা মৌসুমি তাতে আপত্তি জানায়। কি করবে ভেবে পায় না হিল্লোল । এ সময় ঘটে যায় অঘটন। হিল্লোরের প্ল্যান করা তারিখে চুরি হয় হিল্লোলের বাবার সিন্দুক। এসবের কিছুই জানে না হিল্লোল । ওদিকে টাকার শোকে হার্টএটাক করে হাসপাতালে যায় বাবা ড. ইনামুল হক। পুলিশ খুঁজতে থাকে মূল আসামিকে। সন্দেহজনক ভাবে আটক করা হয় হিল্লোলকে। এভাবে নাটকের গল্প এগিয়ে যায়।

‘টার্মিনাল’ ধারাবাহিকে হিল্লোল ও মৌসুমীর অভিনীত পর্বগুলোর বেশিরভাগ দৃশ্য চিত্রায়িত হয়েছে উত্তরার বিভিন্ন লোকেশানে। এ মাসের শেষের দিকে পর্ব গুলোর প্রচার শুরু হবে।

নাটকটিতে আরো অভিনয় করেছেন শিরিন আলম, ইলোর গহর, তানিয়া আহমেদ, রোমানা, বিন্দু, জেনি, নাফিজা, রাহা, তাহসিন, ইশানা, রাখি, মাশিহাত,ফজলুর রহমান বাবু, ডঃ এজাজ, আ খ ম হাসান, মিশু সাব্বির, নাইম, তমাল ,উৎপল, আলমগীর, বাদল সহ অনেকে।    

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা ,জুলাই ০৮,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।