ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ঢাকায় গায়ত্রী চ্যাটার্জির ফিল্ম ওয়ার্কশপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, জুলাই ৭, ২০১১

ভারতের বিশিষ্ট চলচ্চিত্র গবেষক,লেখক  ও পুনে ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউটের চলচ্চিত্র পরিচালনার শিক্ষক  অধ্যাপক গায়ত্রী চ্যাটার্জি আগামী ১৬ জুলাই প্রথমবারের মত বাংলাদেশে আসছেন। বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের আমন্ত্রনে  ‘ফর্মস অব সিনেমা : ইন সার্স অব রিয়েলিজম’ শীর্ষক  চলচ্চিত্র নির্মাণের উপর একটি ওয়ার্কশপ পরিচালনা করবেন তিনি।



বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের প্রোগ্রাম ইনচার্জ ওয়াসিউদ্দিন আহমেদ টিটু  বাংলানিউজকে জানান, চলচ্চিত্র নির্মাণ ও পরিচালনার বিষয়ে ওয়ার্কশপ পরিচালনা করবেন অধ্যাপক গায়ত্রী। এ ওয়ার্কশপ শুরু হবে ১৭ জুলাই। চলবে ২১ জুলাই পর্যন্ত। পাচঁ দিনব্যাপী এ ওয়ার্কশপে  চলচ্চিত্র নির্মাণ ও পরিচালনার যাবতীয় গুরুত্বপূর্ণ দিক হাতে কলমে শিক্ষার্থীদের বিশদভাবে শেখানো হবে। সহজভাবে অনুধাবনের জন্য ওয়ার্কশপে ক্লাসের পাশাপাশি থাকবে শিক্ষার্থীদের অংশগ্রহনে চলচ্চিত্র বিষয়ক আলোচনা ও বিখ্যাত কিছু ছবির প্রদর্শনী।

অধ্যাপক গায়ত্রী চ্যাটার্জি ভারতের জাতীয় ফিল্ম আর্কাইভস, হাউজ অব জার্নাল অন এশিয়ান সিনেমা, ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনসহ অনেক প্রতিষ্ঠানের চলচ্চিত্র পরিচালনার উপর বিশেষ কোর্সের শিক্ষক ছিলেন। এছাড়া তিনি  ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা, শ্রীলঙ্কাসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ও চলচ্চিত্র প্রতিষ্ঠানে ফিল্ম এপ্রিসিয়েশন কোর্সর ইনস্ট্রাকটর হিসিবে দায়িত্ব পালন করেন।

ওয়ার্কশপে অংশগ্রহন করতে চাইলে  আগামী ১০ জুলাইয়ের মধ্যে বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট কার্যালেয়ে বিকেল ৪টা থেকে রাত ৯টার মধ্যে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুলাই ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।