ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

এভারগ্রিন বিগবি

অনন্যা আশরাফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, জুন ২৯, ২০১১

অমিতাভ বচ্চনের নতুন ছবি ‘বুদ্ধ হোগা তেরা বাপ’। এ ছবিতে ৬৮ বসর বয়সী অমিতাভকে নাচে-গানে আর অ্যাকশনে খুঁজে পাওয়া যাবে।

পরিচালক পুরি জগন্নাথের এই ছবিতে বিগবি প্রমাণ করেছেন বয়সে বুড়ো হলেও মনেপ্রাণে এখনো তিনি তরুণ রয়েছেন।

‘বুদ্ধ হোগা তেরা বাপ’ ছবিটি মুক্তি পাচ্ছে ৩০ জুন। এ ছবিতে বিগবিকে তরুণদের মতোই রঙচঙে ভূমিকায় দেখা যাবে। এতে তিনি অনুকরণ করেন হারলে ডেভিডসনের স্টাইল। ৭০ ও ৮০ দশকের ছবিতে তরুণের ভূমিকায় অমিতাভকে যেরকম দেখা যেতো, এ ছবিতেও তিনি সেভাবেই পর্দায় হাজির হচ্ছেন।

কমেডি অ্যাকশন ধর্মী এ ছবিতে তার চরিত্রটির নাম বিজয়। ১০০ কোটি রূপি বাজেটের এই ছবিতে আরো অভিনয় করেছেন হেমা মালিনী, সনু সুদ, সনাল চুহান, প্রকাশ রাজ, মাক্রান্দ দেশপান্ডে ও অনেকে।

একজন বিদ্রোহী চরিত্র বিজয়কে নিয়ে ছবিটির গল্প। যিনি প্যারিসে নিজেকে প্রতিষ্ঠিত করেন। কিন্তু ঘটনাচক্রে তাকে ভারতে ফিরে আসতে হয়। অনেক উত্থান-পতনের মাঝেও তিনি নিজের আদর্শ অটল থাকেন।

‘বুদ্ধ হোগা তেরা বাপ’ ছবিটিতে অমিতাভের সহধর্মিনীর ভূমিকায় অভিনয় করছেন হেমা মালিনী। তিনি বলেছেন, ‘এই ছবিটি বয়সে বড় মানুষদেরকে খুব প্রভাবিত করবে যারা হৃদয়ের তারণ্যকে বিশ্বাস করে। ’


বাংলাদেশ সময় ২০২৫, জুন ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।