ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ট্রিবিউট টু মাইকেল জ্যাকসন

অনন্যা আশরাফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩০ ঘণ্টা, জুন ২৬, ২০১১

বিশ্ব জুড়ে অগুনতি ভক্তের শ্রদ্ধা ও ভালবাসায় ২৫ জুন শনিবার পালন করা হলো পপসম্রাট মাইকেল জ্যাকসনের দ্বিতীয় মৃত্যূবার্ষিকী। পৃথিবীর বিভিন্ন দেশে মাইকেলের মৃত্যুর দিনটি ঘিরে ছিল অনেক রকম অনুষ্ঠান।

সবচেয়ে বড় আয়োজন ছিল আমেরিকায় পপসম্রাটের জ্যাকসন স্ট্রিটের বাড়িটিতে। অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘ট্রিবিউট টু মাইকেল’।

আমেরিকার জ্যাকসন স্ট্রিটের বাড়িটিতে মাইকেল জ্যাকসন শৈশবকাল কাটিয়েছিলেন । গতকাল হাজার হাজার মাইকেল-ভক্ত সমবেত হন বাড়িটির সামনে। অমর এই শিল্পীকে শ্রদ্ধা জানাতে ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছিল ইন্ডিয়ানার মেয়রের পক্ষ থেকে। যদিও অনুষ্ঠানটি শুরু হয় বিকাল ৫টা থেকে। কিন্তু সকাল থেকেই জনারণ্যে পরিণত হয় জ্যাকসন স্ট্রিট।

শুধু আমেরিকা নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রিয় পপসম্রাটকে। ভক্তদের হাতে হাতে ছিল মাইকেলের পোস্টার এবং তার প্রতি ভালবাসার কথা সংবলিত ব্যানার ফেস্টুন। বিকাল থেকে গভীর রাত পর্যন্ত মাইকেল ভক্তরা একসঙ্গে মোমবাতি জ্বালিয়ে নীরবতা পালনের মধ্যে দিয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তাদের প্রিয় পপসম্রাটকে। এছাড়াও জ্যকসন স্ট্রিটের মাইকেল প্রতিকৃতিও ভরে ওঠে ভক্তদের ফুলে ফুলে ।

জ্যাকসন স্টিটের এখানে-সেখানে দিনভর তরুণ সংগীতশিল্পীরা গেয়েছেন মাইকেলের গান। দীর্ঘ অপেক্ষার পরও সুশৃঙ্খলভাবে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে মাইকেলের সমাধিস্থলে ফুল দিয়ে ভালবাসা ও শ্রদ্ধা নিবেদন করেন লাখো মাইকেল ভক্ত। এদিকে আইল্যান্ড হেলিকপ্টার কোম্পানি মাইকেলের সমাধিতে হেলিকপ্টারে করে গোলাপ ফুল ছড়িয়ে শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করেছিল।   এতে শেষ অংশ নিয়েছেন অন্তত ৩০০ ভক্ত।

এছাড়াও বিশ্বের নানাপ্রান্তে ভক্তরা মাইকেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠিত হয়েছে অসংখ্য অনুষ্ঠান। এসব অনুষ্ঠাতে গাওয়া হয়েছে পপসম্রাটের ঝড় তোল সব গান।

বাংলাদেশ সময় ০০৫৫, জুন ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।