ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

শান্তা রহমানের ‘অনুভব’

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জুন ২৫, ২০১১

অনেকদিন পর জনপ্রিয় অভিনেত্রী শান্তা রহমান আসছেন ‘অনুভব’ নামে একটি নাটক নিয়ে। অবশ্য তাকে পর্দায় দেখা যাবে না।

শান্তা রহমানের পরিচালনায় এনটিভিতে ২৬ জুন রবিবার রাত ৯টায় প্রচারিত হবে নাটক ‘অনুভব’।

নাটকের কাহিনী ধারায় দেখা যাবে, একটি দৈনিক পত্রিকার ব্যস্ত সম্পাদক শহীদুজ্জামান সেলিম। তার স্ত্রী মৌ। দুজনে দুজনার বলতে যা বোঝায় এ দুজনের সংসার তাই। একদিন হঠাৎ মৌয়ের সঙ্গে যোগাযোগ করে তার একসময়ের প্রেমিক সাঈদ বাবু। মৌয়ের স্বামীর অফিসে সাংবাদিকের চাকরি জন্য। বাবু মৌকে অনুরোধ করে তার স্বামীকে বলে চাকরিটা করে দেবার জন্য। কিন্তু মৌ কোনভাবেই চায়নি তার ফেলে আসা অতীত বর্তমান জীবনে ছায়া ফেলুক। সে বাবুকে পরিষ্কার মানা করে দেয় এটা সম্ভব নয়। মৌ না চাইলেও নিজের যোগ্যতায় চাকরিটা পেয়ে যায় বাবু। ফলে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক মৌয়ের সঙ্গে দেখা হতে থাকে বাবুর। মৌ মনে করতে থাকে এটা বাবু ইচ্ছা করেই করছে। কিন্তু বাবুর চাকরিটা দরকার। সে চাইলেও চাকরিটা ছাড়তে পারে না প্রয়োজনের কারণে। অন্যদিকে সে এটাও চাইছিল মৌকে ডিস্টার্ব না করতে। ঘটনাচক্রে একদিন শহীদুজ্জামান সেলিম জেনে ফেলে মৌ ও বাবুর একসমেয়র প্রেমের সম্পর্কের কথা। সে বাবুকে চাকরি থেকে ছাড়িয়ে দিতে চায়। বাবুও চায় রিজাইন করতে। কিন্তু সেলিম একসময় অনুভব কওে মৌ ও বাবুর সম্পর্ক অতীত। বর্তমানের সত্য হচ্ছে সেলিম আর মৌয়ের পরস্পরের প্রতি গভীর ভালোবাসা বোধ।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সাদিয়া ইসলাম মৌ, আহসানুল হক মিনু, সাঈদ বাবু প্রমুখ।

বাংলাদেশ সময় ১৯৩০, জুন ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।