ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

জমকালো এক তারার মেলা

অনন্যা আশরাফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৯ ঘণ্টা, জুন ২৫, ২০১১

বহুদিন পর কোনো অনুষ্ঠানে এতো তারকাকে একসঙ্গে দেখা গেল। চলচ্চিত্র, সঙ্গীত আর টিভি মিডিয়ার উল্লেখযোগ্য সংখ্যক তারকা একত্রিত হয়েছিলেন ‘ওয়ালটন বৈশাখী স্টার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানটিতে।

২৩ জুলাই বৃহস্পতিবার রাতে হোটেল সোনারগাঁওয়ের বলরুমে জমেছিল এই তারার মেলা। ১১টি ক্যাটাগরিতে পুরস্কার নেওয়ার পাশাপাশি তারা নেচে গেয়ে আনন্দ দিয়েছেন দর্শকদের।

অনুষ্ঠানের সবচেয় বড় চমক ছিল চলচ্চিত্র তারকাদের পরিবেশনা। এই প্রথম একই মঞ্চে পারফর্ম করলেন চলচ্চিত্র তারকা মৌসুমী, পপি, শাকিব খান, ফেরদৌস, পূর্ণিমা, অপু বিশ্বাস, ইমন, নিরব, নিলয় ও সায়না । টিভি তারকাদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। মন মাতানো পরিবেশনায় অংশ নেন বিন্দু, আরেফিন শুভ, বিদ্যাসিনহা মিম, সারিকা, শখ, মেহজাবিন, সজল, নাদিয়া, লিখন, নওশীন ও পিয়াসা। অনুষ্ঠানটি শুরু হয় ইবারর টিপু ও কনা গাওয়া ওয়ালটনের থিম সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। শুরুতে অনুষ্ঠান উপস্থাপনায় দেখা যায় ইমন ও পিয়াসাকে। কিছু সময় পরেই উপস্থাপনায় যোগ দেন ফেরদৌস ও নওশীন।

sarika

‘ওয়ালটন বৈশাখী ষ্টার অ্যাওয়ার্ড’-এর এবারের আয়োজনে আজীবন সম্মাননা প্রদান করা হয় বর্ষিয়ান চলচ্চিত্রভিনেতা আনোয়ার হোসেন ও খ্যাতিমান কণ্ঠশিল্পী রুনা লায়লাকে। সম্মাননা সূচক ক্রেস্টের পাশাপাশি দুজনকেই প্রদান করা হয় একলাখ টাকার চেক।

‘ওয়ালটন বৈশাখী ষ্টার অ্যাওয়ার্ড’-এর সমালোচক ক্যাটগরির পুরস্কার পান চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা পপি, গায়ক হায়দার হোসেন, নির্মাতা চয়নিকা চৌধুরী ও মডেল পিয়াসা। দর্শকদের এসএমএসে ১১টি ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে  শ্রেষ্ঠ চলচ্চিত্র ‘চাঁদের মতো বউ’, শ্রেষ্ঠ টিভি নাটক গ্রাজুয়েট, চলচ্চিত্রের সেরা নায়ক শাকিব খান, চলচ্চিত্রের সেরা নায়িকা মৌসুমী, সেরা টিভি অভিনেতা মাহফুজ, সেরা টিভি অভিনেত্রী জয়া আহসান, সেরা গায়ক হাবিব, সেরা গায়িকা ন্যান্সি, সেরা উদীয়মান মডেল মিম, সেরা পুরুষ মডেল ইমন ও সেরা নারী মডেল সারিকা। পুরস্কার সূচক ক্রেস্টের পাশাপাশি তাদের প্রত্যেককেই প্রদান করা হয় ৫০ হাজার টাকার চেক।

ferdous-noushin

জমকালো এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শোবিজের উল্লেখযোগ্য সংখ্যক তারকা। উপস্থিত ছিলেন চলচ্চিত্র ব্যাক্তিত্ব চাষী নজরুল ইসলাম, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, আহমেদ শরীফ, অঞ্জনা, দিতি, দীপা খন্দকার, ফেরদৌস আরা, শিরিন বকুল, জিনাত হাকিম, হোমায়রা হিমু সহ আরো অনেকে।

বাংলাদেশ সময় ২১২৫, জুন ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।