ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ওয়ালটন বৈশাখী স্টার অ্যাওয়ার্ড : তারকা খচিত বর্ণাঢ্য আয়োজন

বিপুল হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫১ ঘণ্টা, জুন ২৪, ২০১১

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ২৪ জুন বৃহস্পতিবার রাতে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বল রুমে অনুষ্ঠিত হলো ‘ওয়ালটন বৈশাখী স্টার অ্যাওয়ার্ড’। ১১ টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করার পাশাপাশি শোবিজের উল্লেখযোগ্য সংখ্যক তারকা অনুষ্ঠানে পারফর্ম করেন।



ইবরার টিপু ও কণা দ্বৈত গান দিয়ে অনুষ্ঠানের পর্দা জ্বলে উঠে। এরপর ইমন ও শায়নায় উপস্থাপনায় মুল অনুষ্ঠান শুরু হয়। ‘ওরে সাম্পানওয়ালা’গানের সঙ্গে পারফর্ম করেন ফেরদৌস ও নওশীন। তাদের নাচ দর্শকদের মুগ্ধ করেন।

‘ওয়ালটন বৈশাখী স্টার অ্যাওয়ার্ড’-এর এবারের আজীবন সন্মাননা প্রদান করা হয় চলচ্চিত্রের কিংবদন্তী চলচ্চিত্রভিনেতা আনোয়ার হোসেন ও কিংবদন্তী কন্ঠশিল্পী রুনা লায়লাকে। তাদের হাতে সন্মাননা তুলে দেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী জিএম কাদের, ওয়ালটনের পরিচালক মিজানুর রহমান ও বৈশাখী টিভির সিইও মঞ্জুরুল আহসান বুলবুল। সম্মাননা সূচক ক্রেস্টের পাশাপাশি তাদের প্রদান করা হয় একলাখ টাকার চেক।

walton
অনুষ্ঠানে এরপর আজকের প্রজন্মের তিন উঠতি তারকা শায়না ,নিলয় ও মেহজাবিন ত্রয়ী নৃত্য পরিবেশন করেন। ‘জল পড়ে পাতা নড়ে ’গানের সঙ্গে ইমন-শখ নাচের ঝড় জমিয়ে তুলে অনুষ্ঠান।

এ পর্যায়ে অ্যাওয়ার্ডের সমালোচক পুরস্কার প্রদান করা হয়। চলতি বছরের কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন পিয়াশা, চয়নিকা চৌধুরী, হায়দার হোসেন, ফেরদৌস ও পপি।

এরপর একক নৃত্য নিয়ে আসেন মডেল মীম ও সারিকা। ‘ও আমার প্রান পাখি ময়না’ গানের সঙ্গে নাচ পরিবেশন করেন লিখন ও নাদিয়া। তাদের জমকালো পরিবেশনায় মুখর হয়ে উঠে  পুরো মিলনায়তন।

‘ওয়ালটন বৈশাখী স্টার অ্যাওয়ার্ড’-এর এবারের আয়োজনে সেরা চলচ্চিত্র হিসেবে ‘চাঁদের মতো বউ’ ও সেরা নাটক হিসেবে ‘গ্রাজুয়েট’ পুরস্কৃত হয়। শ্রেষ্ঠ চলচ্চিত্র নায়ক শাকিব খান ও শ্রেষ্ঠ নায়িকার পুরস্কার পান মৌসুমী।

সেরা টিভি অভিনেতা এবং অভিনেত্রী পুরস্কার তুলে দেওয়া হয় যথাক্রমে মাহফুজ আহমেদ ও জয়া আহসানের হাতে। সেরা গায়ক হাবিব, সেরা গায়িকা ন্যান্সী, সেরা পুরুষ মডেল ইমন ও সেরা নারী মডেলের পুরস্কার পান শারিকা।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে পারফর্ম করেন নিরব, মৌসুমী, পূর্ণিমা, বিন্দু , আরেফিন শুভ, পপি,সজল, পিয়াসা, হৃদয় খান,শাকিব খান ও অপু বিশ্বাস। শাকিব খান ও অপু বিশ্বাসের মনোমুগ্ধকর নাচ পরিবেশনার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয় ।

walton-interঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন থাইল্যাণ্ড, ইন্দোনেশিয়ার সহ বেশকিছু দেশের  রাষ্ট্রদূতগন। এছাড়াও উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন, চলচ্চিত্র ব্যাক্তিত্ব চাষী নজরুল ইসলাম, জাহিদ হোসেন রাসেল এম পি ,অঞ্জনা, দিতি, আহমেদ শরীফ, শিরিন বকুল,জিনাত হাকিম , ফেরদৌস আরা সহ আরো অনেকে।

অনুষ্ঠানটির মূল অংশ উপস্থাপনা করেন ফেরদৌস ও নওশীন। অনুষ্ঠানটি বৈশাখী টিভি সম্প্রচার করেছে। অ্যাডবেষ্ট আয়োজিত অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শাহিন সরকার।

সবমিলিয়ে অনুষ্ঠান মন্দ হয় নি। কেবল হিন্দি গানের কাটপিস অর্থাৎ অনুকরণগুলো বাদ দিলে ‘ওয়ালটন বৈশাখী ষ্টার অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানটিকে বাহাবা দেওয়া যেতো।

 

বাংলাদেশ সময় ০১৩০, জুন ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।