ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

দুই ভুবনে শারমিন লাকী

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, জুন ২৩, ২০১১

উপস্থাপনা আর মডেলিং, দুটোই সমান তালে চালিয়ে যাচ্ছেন শারমিন লাকী। বর্তমান তার উপস্থাপনায় বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে হাফ ডজন রকমারী অনুষ্ঠান।

মডেল হিসেবেও শারমিন লাকীকে দেখা যাচ্ছে বেশ কিছু বিজ্ঞাপন চিত্রে। শোবিজের দুই শাখাতেই শারমিন লাকী উজ্জ্বল-উচ্ছ্বল।

নিজের জন্য একটা ছিমছাম অ্যাপার্টমেন্ট সবাই চায়। শারমিন লাকীরও অনেক দিনের স্বপ্ন এমনই একটি আপন ঠিকানা। অনেক কষ্টের সঞ্চয় দিয়ে কেনা নতুন এপার্টমেন্টে পা রেখেই চমকে গেলেন শারমিন লাকী। মন জুড়ে তার বয়ে গেলো দখিন-হাওয়া। এ যেন স্বপ্নের চেয়েও বেশি।

এভাবেই শারমিন লাকীকে দেখা যাবে নতুন একটি বিজ্ঞাপনে। আনজাম মাসুদের নির্দেশনায় আইডিয়েল রিয়েল এস্টেটের নতুন প্রকল্প ‘স্টুডিও অ্যাপার্টমেন্ট’-এর বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। চলতি মাসের প্রথম সপ্তাহে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে কক্সবাজার মনোরম লোকেশনে এবং এফডিসিতে। প্রায় ছয়মাস পর শারমিন লাকী নতুন কোন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলেন।

১৯৯০ সালে জুই নারকেল তেলের বিজ্ঞাপনে মডেল হয়ে মিডিয়াতে শারমিন লাকীর কাজ শুরু করেন। এ  পর্যন্ত প্রায় পঁিচশটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। শারমিন লাকী সুপরিচিতি শুধু মডেল হিসেবে নয়, তিনি এই সময়ের জনপ্রিয় উপস্থাপক ও আবৃত্তিশিল্পী।

নতুন বিজ্ঞাপনে কাজ করা প্রসঙ্গে শারমিন লাকী বলেন, বিজ্ঞাপনটির থিম অনেক চমৎকার। তাছাড়া আমি যে ধরনের কাজ করতে স্বচ্ছন্দ্যবোধ করি, এটি ঠিক সে ধরনেরই কাজ। ভালো লেগেছে আনজাম মাসুদের করা নতুন এই বিজ্ঞাপনে কাজ করে।

চল্লিশ সেকেন্ড ব্যাপ্তির এই বিজ্ঞাপনটির জিঙ্গেল করেছেন শিহাব রিপন। কন্ঠ দিয়েছেন আরমান পারভেজ মুরাদ, দীনা ও সেলিম।

‘বার্জার পেইন্টস’ এবং ‘বনফুল নুডুলস’-এর বিজ্ঞাপনে মডেল হিসেবে শারমিন লাকীকে বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলে।

বর্তমানে শারমিন লাকী এনটিভিতে প্রচার হওয়া ‘সিদ্দিকা কবিরস রেসিপি’র পাশাপাশি আরও চারটি ভিন্নধারার অনুষ্ঠান উপস্থাপনা করছেন। তার উপস্থাপনায় বিয়ে উৎসব কেন্দ্রিক ভিন্নধারার অনুষ্ঠান ‘ব্রাইডাল শো’ প্রচার হচ্ছে প্রতি সোমবার রাত ১০টায় আরটিভিতে। এটিএন বাংলায় ঘর সাজানোর অনুষ্ঠান ‘চার দেয়ালের কাব্য’, একই চ্যানেলে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘মেঘে ঢাকা তারা’ এবং বাংলাভিশনে আড্ডাভিত্তিক অনুষ্ঠান ‘গান ও ফান’ নিয়মিতভাবে প্রচারিত হচ্ছে শারমিন লাকীর উপস্থাপনায়।

বাংলাদেশ সময় ১৭১৫, জুন ২৪,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।