ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বেকার সমাধী : ছুটির দিনে রবির নাটক

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, জুন ২২, ২০১১

বেকার-জীবনে বিড়ম্বনার শেষ নেই। সত্যিই এ যেন এক অভিশাপ।

বেকার-জীবনের গল্প নিয়েই দেশটিভিতে এবারের ছুটির দিনে রবির নাটক ‘বেকার সমাধী’। প্রচারিত হবে ২৪ জুন শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটে।

এতে দেখা যাবে, তিন বেকার বন্ধুর কীর্তি-কলাপ। ফিজু, মারুফ, ইফতি তিনজনই বেকার, একসাথে মেসে থাকে। তিনজনের মধ্যে বেকারত্বের দিক দিয়ে ফিজু সবার উপরে। তার সরকারী চাকরীর বয়স একবারেই শেষ প্রান্তে। বাকি দু’জনের আরো দু’এক বছর বয়স আছে। তাই তারা এখনও চাকরীর ব্যাপারে যথেষ্ট আশাবাদী। কিন্তু সমস্যা হলো ফিজুর। দীর্ঘদিন ধরে হাজারো চেষ্টা করেও তার একটা চাকরি হলো না । মাসের পর মাস বসে খেয়ে আর দিন চলে না। মেসের ভাড়া বাকি থাকে, খুচরা দোকানে বাকি পড়ে, আবার হাত খরচের পয়সাও ঠিকমতো থাকে না।

এছাড়া তার প্রেমিকা তানহার দিক থেকেও প্রচন্ড চাপ। একটা চাকরি যোগাড় করতে না পারায় তানহার সাথেও সম্পর্ক খারাপ যায়। বেকার থাকায় তানহার বাবা কিছুতেই  ফিজুর সাথে বিয়ে দিতে চায় না।   তানহার অন্য একটি ছেলের সাথে বিয়ে ঠিক হয়। এজন্য তানহা ফিজুকে ভীষন অপমান করে। বেকারত্বের যন্ত্রনা, রাগ-ক্ষোভ আর দুঃখে শেষ পর্যন্ত আত্মহত্যার সিদ্ধান্ত নেয় ফিজু।

‘বেকার সমাধী’ নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, নাদিয়া, রহমত আলী, সাবেরী আলম, স্বাধীন খসরু, অবিদ রেহান, কাজী রাজু প্রমুখ।

বাংলাদেশ সময় ১৮৩০, জুন ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।