ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

জাহিদ-মৌ আসছেন ২৫ জুন

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, জুন ২১, ২০১১

টিভিনাটকের একসময়ের সেরা জুটি জাহিদ-মৌ। এখন তারা জীবন- জুটি।

জাহিদ হাসান এবং সাদিয়া ইসলাম মৌকে আবারও একসঙ্গে ধারাবাহিক নাটকে অভিনয় করতে দেখা যাবে। ‘আবিষ্কার’ নামের এই ধারাবাহিক নাটকটির প্রচার শুরু হচ্ছে আরটিভিতে আগামী  জুন থেকে।

ধারাবাহিক নাটক ‘আবিষ্কার’ রচনা করেছেন আক্তারুজ্জামান, নাটকটি পরিচালনা করেছেন মোহাম্মদ নোমান। এতে আরও অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা চ্যালেঞ্জার, তুষার খান, স্বপন, রুনা খান, ডলি জহুর, কুমকুম, অভিদ রেহানসহ আরও অনেকেই। ধারাবাহিকটির গল্প গড়ে উঠেছে একটি পরিবারের সুখ-দুঃখ, আনন্দ-বেদনাকে কেন্দ্র করে।

এতে অভিনয় প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, আমি আর মৌ এর আগে বেশ কয়েকটি একক ও ধারাবাহিকে অভিনয় করেছি। সেই নাটকগুলো জনপ্রিয়তা পেয়েছিল। আশা করছি দর্শকের কাছে এবারও আমাদের অভিনয় গ্রহণযোগ্যতা পাবে।

সাদিয়া ইসলাম মৌ বলেন, এ ধারাবাহিকে আমাদের চরিত্র আমরা চাচাতো ভাই ও বোন। জাহিদ আমার সম্পর্ক তুই-তুমির মতো হলেও মনে মনে আমরা একে অন্যকে ভালোবাসি। কিন্তু দাদা আমার বিয়ের জন্য চাপ দিলে জাহিদ এ বিষয়ে মুখ খুলে। তখনই আমাদের প্রেমের সম্পর্কটি প্রকাশ পায়। নাটকটিতে কাজ করে আমার ভালো লেগেছে।

বাংলাদেশ সময় ১৯০৫, জুন ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।