ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

নির্মলেন্দু গুণের কাহিনী অবলম্বনে চলচ্চিত্র

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, জুন ২১, ২০১১

কবি নির্মলেন্দু গুণ এর কাহিনী অবলম্বনে চলচ্চিত্র বিষয়ে পিএইচডি গবেষক মাসুদ পথিকের পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে সরকারি অনুদানের চলচ্চিত্র ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’। এর আগে নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে তৈরি হয়েছে বহু পুরস্কার প্রাপ্ত স্বল্প দৈর্ঘ্য ছবি ‘হুলিয়া’।



‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ ছবিটি নির্মিত হচ্ছে কৃষক আন্দোলন, গণআন্দোলন ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে । চলচ্চিত্রের প্রধান চরিত্র নেকাব্বর। নেকাব্বরকে দেখা যাবে একজন কৃষক নেতা, বিদ্রোহী ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে। এ চরিত্রটির মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হবে কৃষক আন্দোলন, কৃষকদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও যুদ্ধ পরবর্তী সময়ে স্বাধীন দেশের জনগণ কীভাবে, কতটা স্বাধীনতা ভোগ করছে প্রভৃতি বিষয়। বাস্তহারা নেকাব্বর মাটির টানে নিজ গ্রামে ফেরার পর তার প্রয়াণের মধ্য দিয়ে শেষ হবে ছবির কাহিনী।

চলচ্চিত্রের কাহিনীকার নির্মলেন্দু গুণ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। এই প্রথম কোন চলচ্চিত্রে তিনি অভিনয় করতে যাচ্ছেন। চলচ্চিত্র সম্পর্কে পরিচালক বলেন, চলচ্চিত্রটি হবে জীবন ঘনিষ্ঠ। প্রকাশ পাবে মাটির টান, দেশাত্মবোধ, হতদরিদ্র কৃষকের অধিকারবোধ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধার অসহায়ত্ব আর সকল কষ্ট ছাপিয়ে মুক্তিযোদ্ধাদের দেশপ্রেম। তিনি আরও বলেন এ চলচ্চিত্রে ফুটে উঠবে, ষাটের দশকের বাংলার সমাজ-সংস্কৃতি ও জীবনের বহুরৈখিক রূপরেখা। শিগগিরই ছবিটির শুটিং শুরু হচ্ছে।

বাংলাদেশ সময় ১৮২০, জুন ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।