ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ময়না তদন্ত : একুশে টিভির নতুন ধারাবাহিক

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, জুন ১৬, ২০১১

একুশে টেলিভিশনে চলতি মাসেই শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘ময়না তদন্ত’। পুরান ঢাকার পটভূমিতে  নাটকটির কাহিনী গড়ে উঠেছে।

ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন এহসান এলাহী বাপ্পী। অভিনয় রয়েছেন নুসরাত ইয়াসমিন তিশা, লুৎফর রহমান র্জজ, মুনিরা মিঠু, মারজুক রাসেল, সোমা, কচি খন্দকার, ইসরাত জাহান চৈতি, তমাল সহ আরো অনেকে।

এতে দেখা যাবে, পুরান ঢাকার একজন হোটেল মালিক মনির সাহেব। তার একটি মেয়ে ও বউ নিয়ে পুরো সংসার। বাবার আমল থেকেই সে একটি পুরোনো বাড়িতে থাকেন। এবং তিনি চান বাকী জীবনও তিনি এই বাড়িতে কাটিয়ে দিতে চান। কিন্তু বউ ও মেয়ে খুবই আধুনিক। তারা চায় নতুন কোন ফ্লাটে তাদের নতুন বাসা হবে। অপরদিকে একই এলাকার আড়ৎ ব্যাবসায়ী সামাদ সাহেব। দুই ভাই ও বউ নিয়ে তার সংসার। এক ভাই শেয়ার ব্যাবসা ও অন্যজন বেকার। সামাদ ও মনির সাহেবের সর্ম্পক বেশ ভালো। মনির সাহেবের বয়স একটু বেশি হলেও তার বউ ইয়াং ও স্মার্ট। সামাদ সাহেবের ভালোলাগে তাকে এবং লুকিয়ে লুকিয়ে তার সাথে দেখা করা শুরু করে ও কথা বল্।

দুই পরিবার যখন বিভিন্ন সমস্যায় তখন মনির সাহেবের বাসায় আসে নাম পরিচয়হীন একটি মেয়ে। যিনি সবার মনের কথা বলে দিতে পারে। এবং সবার মনের ইচ্ছা পুরন করার কথা বলতে পারে। এমনই একটি গল্প নিয়ে তৈরি হয়েছে ধারাবাহিক নাটক ‘ময়না তদন্ত’। পুরান ঢাকার বিভিন্ন লোকেশন সহ ঢাকার বিভিন্ন স্থানে নাটকটির শুটিং শেষ হয়েছে।    

বাংলাদেশ সময় ২৩১০, জুন ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।