ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

মালয়েশিয়া ও সিঙ্গাপুরে জেমসের চমক

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, জুন ১৪, ২০১১

নগরবাউল জেমস মালয়েশিয়া ও সিঙ্গাপুরে দুটি বড় কনসার্টে অংশ নেওয়ার জন্য এখন প্রস্তুতির মধ্যে রয়েছেন। তার কলের গান স্টুডিওতে প্রতিদিনই দীর্ঘসময় তিনি প্র্যাকটিস করছেন।

মালয়েশিয়া ও সিঙ্গাপুরের কনসার্ট দুটোতে তিনি নতুন চমক নিয়ে উপস্থিত হবেন বলে বাংলানিউজকে জানিয়েছেন।

মালয়েশিয়ার কুয়ালালামপুরের বিখ্যাত নেগারা স্টেডিয়ামে ২৫ জুন এবং  সিঙ্গাপুরের বিখ্যাত ফোর্ট কেনিং পার্কে  ২৬ জুন পরপর দু দিন দু’টি কনসার্টে পারফর্ম করবেন জেমস।   মালয়েশিয়া ও সিঙ্গাপুরের প্রবাসী বাঙালিসহ স্থানীয়দের মধ্যেও এই দুটি কনসার্ট ঘিরে তৈরি হয়েছে তুমুল উৎসাহ-উদ্দীপনা।

মালয়েশিয়া ও সিঙ্গাপুরের এই দু’টি ভেন্যুতে এর আগে প্রয়াত কিংবদন্তী পপতারকা মাইকেল জ্যাকসন, ম্যাডোনা, শাকিরা, আদনান সামী, সনু নিগম প্রমুখের মতো বিশ্বখ্যাত শিল্পীরা পারফর্ম করেছেন। এবারই এখানে প্রথম বাংলাদেশের কোনো শিল্পীর একক কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে। কনসার্ট দু’টির আয়োজনে রয়েছে সিঙ্গাপুরের নামি ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম ক্রসওয়্যার প্রোডাকশন্স।
নগরবাউল জেমসের কনসার্ট ঘিরে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়ে গেছে। স্থানীয় একাধিক বেসরকারি টিভি চ্যানেলে কনসার্টটির প্রমোশনাল প্রচার চলছে। এছাড়াও ভারতীয় জনপ্রিয় চ্যানেল জি-টিভিতে প্রচার হচ্ছে এই প্রমোশনাল।

এতে জেমসের গাওয়া ভিগিভিগি, আলবিদা, চালতে চালতে, রাতের তারা,বাংলাদেশ প্রভৃতি গানের ভিডিও ফুটেজ ব্যবহার করা হয়েছে। এছাড়াও ছাপানো হয়েছে দৃষ্টিনন্দন পোস্টার। কুয়ালালামপুর ও সিঙ্গাপুর সিটির গুরুত্বপূর্ণ জায়গায় টানানো হয়েছে প্লে-কার্ড ও ডিসপ্লে বোর্ড।

আয়োজক ক্রসওয়্যার প্রোডাকশন্স এ কনসার্টে ব্যবহার করবে সর্বাধুনিক প্রযুক্তির সাউন্ডসিস্টেম। কনসার্টটিকে বিশ্বমানের করে তোলার প্রতি তারা দিচ্ছে বিশেষ নজর।   মালয়েশিয়া ও সিঙ্গাপুরেও জেমসের কনসার্টকে স্মরণীয় করে তুলতে গত জানুয়ারি থেকে ক্রসওয়্যার কাজ শুরু করে । অনলাইন সংবাদপত্র বাংলানিউজটোয়েন্টিফোর.কম দুটি কনসার্টেরই মিডিয়া পার্টনার।

কনসার্ট দু’টোর টিকিট এরই মধ্যে বিক্রি শুরু হয়ে গেছে। টিকিটের মূল্য রাখা হয়েছে, মালয়েশিয়ায় ভিআইপি ১২৮ রিঙ্গিত ও সাধারণ ৪৮ রিঙ্গিত এবং সিঙ্গাপুরে ভিআইপি ১২৮ ডলার ও সাধারণ ৪৮ ডলার। আয়োজক ক্রসওয়্যার প্রোডাকশন্স সূত্রে জানা গেছে, প্রবাসী বাংলাদেশীদের চেয়েও তুলনামুলক বেশি টিকিট কিনছেন ভারতীয়, পাকিস্তানি, নেপালি ও শ্রীলঙ্কান প্রবাসীরা। পাশাপাশি স্থানীয়রাও আগ্রহী হয়ে উঠেছেন জেমসের এই কনসার্টটির প্রতি।

এ দিকে বাংলাদেশের অনেক দর্শকও জেমসের এই বিশাল কনসার্ট দেখতে আগ্রহী হয়ে উঠেছেন। বাংলাদেশের আগ্রহী দর্শকরা কনসার্টের বিস্তারিত তথ্য ও টিকিট বুকিংয়ের জন্য নিচের ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন- ০১৬-৯৭৬৪৩১০/ ০১৬-৯৭৬৪৩১৮/ ০১৯-৩৬৬৩৯২০।

ই- মেইল ঠিকানা: [email protected]

বাংলাদেশ সময় ২০৪০, জুন ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।